মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৬ নিরাপত্তারক্ষী। কয়েক মাসের মধ্যে রোববারের এ হামলা ছিল ভয়াবহ বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের কাছেই এ ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে নিয়মিত তালেবান যোদ্ধা ও সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়। প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে সরকারের সঙ্গে তালেবানদের লড়াই চলছে। এ সময়ে সেখানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ এই যুদ্ধের ইতি ঘটাতে উভয় পক্ষই শান্তি আলোচনায় যুক্ত হয়েছে। গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেছেন, আমরা ২৬টি লাশপেয়েছি। আরো আক্রান্ত হয়েছে ১৭ জন। হতাহতদের সবাই নিরাপত্তারক্ষী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, আত্মঘাতী হামলাকারীরা একটি গাড়িতে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে। এ হামলার দায় কেউ স্বীকার করেনি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।