নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অস্ট্রেলিয়া সফরে ভারতের শুরুটা হয়নি প্রত্যাশামাফিক। দলটির হারের ধরনটাও দৃষ্টিকটু লেগেছে মাইকেল ভনের। ভারতীয় দল ও দলের পরিকল্পনায় নানা অপূর্ণতা দেখতে পাচ্ছেন তিনি। সেকারণে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, সব সংস্করণেই অজিদের কাছে হারবে বিরাট কোহলির দল।
গতপরশু অস্ট্রেলিয়ার মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রথম ওয়ানডেতে ৬৬ রানের বড় ব্যবধানে জিতে শুভ সূচনা করেছে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে তারা তোলে ৬ উইকেটে ৩৭৪ রান। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ। লক্ষ্য তাড়ায় ঝড়ো শুরু করলেও তাল মেলাতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত তারা করতে পারে ৮ উইকেটে ৩০৮ রান।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। তবে সিডনিতে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচ দেখেই ভারতের খালি হাতে দেশে ফেরার সম্ভাবনা উঁকি দিচ্ছে ভনের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘ভবিষ্যদ্বাণী দিচ্ছি... আমি মনে করি, অস্ট্রেলিয়া ভারতের এই সফরে তাদেরকে সব সংস্করণে অনায়াসে হারাবে।’
ভারতের একাদশে ছিল পাঁচ জন বিশেষজ্ঞ বোলার। তাদের বাইরে আর কোনো বিকল্পও ছিল না কোহলির হাতে। এমন একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভারতের ব্যাটিং সামর্থ্য নিয়েও টুইট করেছেন ভন, ‘ভারতের এই ওয়ানডে দলটি আমার মতে একেবারে সেকেলে... মাত্র পাঁচ জন বিশেষজ্ঞ বোলার রয়েছে এবং ব্যাটিং অর্ডারেও গভীরতা নেই।’
বোলিং শেষ করতে চার ঘণ্টার বেশি সময় নেয় ভারত। তাদের ফিল্ডিংয়ের দশা ছিল করুণ। কোহলিদের শরীরী ভাষাতেও ছিল না চিরচেনা আগ্রাসন। সবমিলিয়ে ভারতের সামনে কঠিন সময় অপেক্ষা করছে জানিয়ে আরেকটি টুইট করেছেন ভন, ‘ভারতের ওভার রেট ভয়াবহ... শরীরী ভাষা রক্ষণাত্মক... ফিল্ডিং হতাশাজনক... বোলিং সাধারণ মানের... বিপরীতে অস্ট্রেলিয়া সবদিকেই ছিল অসাধারণ... মনে হচ্ছে, ভারতের সামনে কঠিন সময় রয়েছে।’
ম্যাচের দিনটি মোটেও ভালো কাটেনি ভারতের। স্বাগতিকদের বিপক্ষে ৬৬ রানের বড় ব্যবধানে হারে তারা। ম্যাচটিতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। জরিমানা করা হয়েছে বিরাট কোহলির দলকে। নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় ভারত দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ভারত অধিনায়ক কোহলি দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এই ভাঙা মন নিয়েই আজ সিডনিতে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ভারত। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।