Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৫:৪১ পিএম

নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে দৌলতখানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে দৌলতখান শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্স চত্বরে ( সকাল ৯ টা থেকে বিকাল ৩টা) পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন দৌলতখান শাখার সভাপতি মোঃ মাইনুদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পরও দাবি বাস্তবায়ন হয়নি। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ