Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা : সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০৩ পিএম

চলে গেলেন ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। বুধবার ৬০ বছর বয়সে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে নিজ বাসায় হার্ট অ্যাটাকে মারা গেছেন এই কিংবদন্তি খেলোয়ার।

দিয়েগো ম্যারাডোনার মুত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বিভিন্ন স্টাট্যাসের মাধ্যমে শোক, বেদনার পাশাপাশি নানান অনুভুতি প্রকাশ করেছে নেটিজেনরা।

বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা ম্যারাডোনার ছবি শেয়ার করে লিখেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বা পায়ের আঁকা নিখুদ গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার দিয়াগো আরমান্দো মারাদোনা। ’

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ খবরটি তার ওয়ালে শেয়ার করে লিখেন, ‘দিয়াগো ম্যারাডোনা আমাদের কেউ ছিলেন না। কিন্তু আমাদের তারুণ্যে দারুণভাবে প্রভাবিত করেছিলেন। তার ছবি দিয়ে মলাট ছাপা খাতা কিনতাম বাজারে খুঁজে খুঁজে। তার জন্য নফল রোজা রেখেছি। তার চোখে অশ্রু গড়ালে আমাদের বুক ভিজে গেছে। আর্জেন্টিনার সমর্থক হয়েছি শুধু ম্যারাডোনার কারণেই। সেই মারাডোনার এমন অকাল মৃত্যু মেনে নেয়ার সত্যি কঠিন। আমি জানিনা কতক্ষণ অশ্রু সম্বরণ করতে পারবো এই বয়সেও।’

ইকরাম চৌধুরী লিখেন, ‘দুঃখজনক! আরেকজন ম্যারাডেনা আর কখনই পৃথিবীতে আসবে না। তাঁর চিরপ্রস্থান মানেই ফুটবলের এক গৌরবোজ্জ্বল ইতিহাসের পরিসমাপ্তি!’

‘এক যাদুকরের মৃত্যু, এক ইতিহাসের সমাপ্তি।’ - আসাদ ওয়াহিদের মন্তব্য।

দুঃখ প্রকাশ করে মোস্তফা কামাল লিখেন, ‘কিংবদন্তি ম্যারাডোনা আর নেই। বিদায় ফুটবলের রাজপুত্র তোমাকে পৃথিবী অনেকদিন মনে রাখবে।’

মেহজাবিন মিম লিখেন, ‘ফুটবল বিশ্বের জন্য অনেক বড় একটি দুঃখের সংবাদ। তিনি পুরো বিশ্বের মানুষের হৃদয় জয় করেছিলেন এই ফুটবল খেলা দিয়ে। আজ পুরো বিশ্বের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন ফুটবলের জাদুকর এই কিংবদন্তি।’

রাশেদুল ইসলাম লিখেন, ‘আপনি হয়তো শারীরিক ভাবে আজ থেকে থাকবেন না, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ের অনেক বড় জায়গাজুড়ে থাকবেন আরও হাজার বছর ।’

উল্লেখ্য, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার দিয়েগো ম্যারাডোনার অধিনায়কত্বে আর্জেন্টিনা ১৯৮৬’র ফুটবল বিশ্বকাপ জেতে। তিনি বার্সেলোনা এবং নেপোলির মতো ক্লাবেও খেলেছেন। তাকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন বলে গণ্য করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যারাডোনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ