Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যারাডোনার বিতর্কিত অধ্যায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৯:০৫ এএম | আপডেট : ১১:১৩ এএম, ২৬ নভেম্বর, ২০২০

মাঠে কিংবা মাঠের বাইরে এক বর্ণময় চরিত্র ডিয়েগো ম্যারাডোনা। ‘হ্যান্ড অফ গড’ হোক কিংবা ডোপ টেস্ট। তার সাফল্যের পিছু পিছু যেন তাড়া করে বেড়িয়েছে নানা বিতর্কও। তবুও ম্যারাডোনা তো ম্যারাডোনাই।

সব বিতর্কই যেন ঢাকা পড়ে গিয়েছে তার ওই অনাবিল হাসিতে। ম্যারাডোনার জীবনের উল্লেখ্যযোগ্য বিতর্কিত ঘটনাগুলো-

*১৯৮৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। বিতর্কিত সেই গোলের পরই ‘হ্যান্ড অফ গড’ নামে পরিচিত হন ফুটবলবিশ্বে।

*১৯৯১ সালে নাপোলিতে খেলার সময় কোকেইন নেওয়ার অপরাধে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নির্বাসিত হন ম্যারাডোনা।

*১৯৯৪ বিশ্বকাপে খেলার সময় ড্রাগ নেওয়ার অপরাধে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কৃত হন।

*১৯৯৮ সালে এক সাংবাদিককে গুলি করার অপরাধে এবং কর ফাঁকির অপরাধে ২ বছর ১০ মাসের জেল হেফাজত হয় ফুটবল রাজপুত্রের।

*২০১০ সালে আর্জেন্টিনার হয়ে কোচিং করানোর সময় এক সাংবাদিকের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যান ম্যারাডোনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যারাডোনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ