রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের মৌহাডাংগায় ফুটব্রিজের সংযোগ সড়ক ও গাইডওয়াল নির্মাণ এবং এডিপির অর্থ আত্মসাতের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মৌহাডাংগা এলাকায় ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মৌহাডাংগা গ্রামের রফিকুল ইসলাম, উজ্জ্বল মিয়া ও মাহাতাব উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা জানান- ২০১৫ সালে মৌহাডাংগা এলাকার গবাখালী খালের ওপর ১২ মিটার একটি ফুটব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণের পর ২০১৬-১৭ অর্থ বছরে সেই ব্রিজের সংযোগ সড়ক ও গাইডওয়াল নির্মাণের জন্য এডিপির আওতায় ৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের ৪ বছর পরও সেখানে কোনো এপ্রোচ ও গাইডওয়াল নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
তাই এই প্রকল্পের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের শাস্তি এবং ব্রিজের এপ্রোচ ও গাইডওয়াল নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।