Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে ষষ্ঠ দিনের মতো কালেক্টরেট সমিতির কর্মচারীদের কর্মবিরতি পালন

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ৩:০৮ পিএম

পদবি পরিবর্তণসহ গ্রেড উন্নীত করণের দাবিতে ষষ্ঠ দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন পঞ্চগড় কালেক্টরেট সমিতির সদস্যরা । বাসাসস কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার(ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৬-১১) পদবি পরিবর্তণসহ উন্নতী করণের দাবি আদায়ের লক্ষে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। তারই ধারিাবাহিকতায় আজ রোববার দুপুরে একটি বিক্ষোভ মিছিল জেলা পঞ্চগড়জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় শেষ হয় । এসময় পঞ্চগড় জেলা শাখার কর্মচারীরা জানান, দীর্ঘ ১৯বছর যাবৎ আমরা আন্দোলন করে আসছি । সরকারের পক্ষ থেকে আমাদেরকে আস্বস্ত্য করা হলেও বাস্তবে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা । দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চালিয়ে যাওয়া হুশিয়ারী প্রদান কররেণ সমিতির নেতা-কর্মীরা। আন্দোলনে কালেক্টরেট সহকারি সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ পাঁচ উপজেলা থেকে শতাধিক কর্মচারী কর্মবিরতি মিছিলে অংশ নেন ।



 

Show all comments
  • আবু তাহের আনসারী ২২ নভেম্বর, ২০২০, ৭:৩৬ পিএম says : 0
    খুব ভালো সংবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ