Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনায় মতলবগামী এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতি, ১৫০ জনের মালামাল লুট

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১১:০৪ এএম

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতি। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ থেকে রাত ৯টায় ছেড়ে যাওয়া এমভি মকবুল-২ নামে লঞ্চটি মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে আসার পরপরই ডাকাতির কবলে পরে।
এ সময় মাঝ নদীতে ডাকাত দল যাত্রীদের মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় অনেক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। ডাকাতরা লঞ্চে আতংক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানা গেছে ৷
এ ব্যাপারে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার বলেন, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার গজারিয়া এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
ডাকাত দল ১০০-১৫০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ