মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। দেশটির পার্লামেন্টে সংবিধান সংশোধনী প্রস্তাবের ওপর শুনানি চলাকালে গতকাল মঙ্গলবার আবারও পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভে নামেন গণতন্ত্রপন্থীরা। দেশটির সরকার ব্যবস্থার পরিবর্তন আর প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার অপসারণের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসি’র।
দেশটির নতুন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনোর বিরোধিতা করে এদিন দেশটির সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী।
এসময় সরকার বিরোধী নানা শ্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের একটি দল পার্লামেন্ট ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।