Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিপিইসির নিরাপত্তায় পূর্ণ আস্থা আছে চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চীন সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং আন্তর্জাতিক স¤প্রদায়, বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর প্রতি সন্ত্রাস দমনে সহযোগিতা ও অভিন্ন নিরাপত্তা সুরক্ষিত করার আহŸান জানায়। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার বলে, চীন বিশ্বাস করে চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) নির্মাণের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান শক্তিশালী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। চীন আস্থাবান যে আন্তর্জাতিক স¤প্রদায়ের সমর্থনে সিপিইসি নির্মাণ ও ভালোভাবে কার্যকর করতে পাকিস্তানের সঙ্গে চীন কাজ করে যাবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার নিয়মিত প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ পাইলট প্রকল্প হিসেবে সিপিইসির তাৎপর্য শুধু পাকিস্তান ও চীনের অভিন্ন উন্নয়ন জোরদার করতেই নয়, এটা আঞ্চলিক কানেকটিভিটি ও অভিন্ন সমৃদ্ধিরও সহায়ক। সিপিইসির ক্ষতি করতে ভারত বিভিন্ন সন্ত্রাসী দলকে আশ্রয়, প্রশিক্ষণ ও অর্থ দিচ্ছে বলে পাকিস্তান আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে বিস্তারিত তথ্য প্রমাণ হাজির করার পর বেইজিংয়ের কাছ থেকে এই জবাব পাওয়া গেলো। ইসলামাবাদের অভিযোগ, এসব সন্ত্রাসী গ্রæপ শুধু পাকিস্তানকে অস্থিতিশীল করতেই নয়, সিপিইসি-কে নস্যাৎ করতেও অপতৎপরতা চালাচ্ছে। গেøাবাল টাইমস, এসএএম।

 



 

Show all comments
  • Jack Ali ২৬ নভেম্বর, ২০২০, ১২:৪০ পিএম says : 0
    China is one of the greatest terrorist country in the world. They are killing muslim, Imprisoned million muslim and force them not to follow Qur'an and Sunnah, they prevent muslim not to fast and to pray namaz, they are raping our mother and daughter, they force them to eat pig meat, they force muslim restaurant to sell pig meat, they force muslim to raise pigs. O'Allah guide them or destroy them. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ