Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিইসি বিস্তৃত হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি অনেকটা নিশ্চিত হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) স¤প্রসারণের উপায় খুঁজতে শুরু করেছে বেইজিং। এরই প্রেক্ষাপটে আগামী শনিবার ইসলামাবাদে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে পাকিস্তানের একটি ক‚টনৈতিক স‚ত্র জানিয়েছে। স‚ত্র জানায়, বৈঠকে আলোচনার একটি বড় ইস্যু হবে আফগানিস্তানে সিপিইসি’র স¤প্রসারণ। এছাড়া শান্তি প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হবে। ইসলামাবাদের বৈঠকে আফগানিস্তান, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে সালাহউদ্দিন রাব্বানী, ওয়াং ইয়ি ও শাহ মেহমুদ কোরেশি যোগ দেবেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রত্যাশিত শান্তি চুক্তির ব্যাপারে ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে ইসলামাবাদ থেকে এই বিবৃতি দেয়া হলো। যুক্তরাষ্ট্রের বিশেষ আফগান দ‚ত জালমি খালিলজাদ আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমকে বলেন যে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তান থেকে ৫,০০০ সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। গত নভেম্বর থেকেই চীন ও পাকিস্তান ৫০ বিলিয়ন ডলারের সিপিইসি-কে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত করার উপায় খুঁজছে। পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গেয়াদার ও রেল নেটওয়ার্ককে আফগানিস্তানের সঙ্গে যুক্ত করা হবে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিপিইসি বিস্তৃত হবে

৫ সেপ্টেম্বর, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ