Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলে দেয়া হচ্ছে সিপিইসি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

পাকিস্তানে ৬০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) ব্যাপারে চীন তাদের কৌশলগত উদ্বেগ কমিয়ে এনে এখানে তৃতীয় দেশকে বিনিয়োগ করতে দিতে রাজি হয়েছে। ইসলামাবাদে চীনের ন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাণ্ড রিফর্ম কমিশনের ভাইস চেয়ারম্যান নিং জিঝে এবং পাকিস্তানের প্ল্যানিং, ডেভলপমেন্ট অ্যান্ড রিফর্মস বিষয়ক মন্ত্রী মাখদুম খুসরো বখতিয়ারের মধ্যে আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রণালয় থেকে বলা হয়, এই প্রকল্পের জন্য পাকিস্তান নতুন আর্থ-সামাজিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং তৃতীয় পক্ষের অংশগ্রহণের জন্য একটা মেকানিজম প্রতিষ্ঠা করেছে। নামবিহীন সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানের ডন পত্রিকা লিখেছে যে, পাকিস্তান ও চীন উভয়ের সাথে সদ্ভাব রাখা দেশগুলো এখানে জড়িত হোক- এটা চায় ইসলামাবাদ ও বেইজিং। কারণ যুক্তরাষ্ট্র ও ভারতসহ কিছু পক্ষ থেকে যে সমালোচনা হচ্ছে, সেগুলোর ব্যাপারে স্বচ্ছ থাকতে চায় তারা। মঙ্গলবার, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই দেশ চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি)-কে অন্য দেশের জন্য খুলে দিতে চায়, যাতে পুরো অঞ্চলই এখান থেকে লাভবান হতে পারে। ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের’ অধীনে বিভিন্ন দেশে চীনের যে সব প্রকল্প রয়েছে, সেগুলোর অনেক জায়গায় বাধার মুখোমুখি হওয়ার কারণে বেইজিং এ সিদ্ধান্ত নিলো। ইকোনমিক করিডোর এই বিআরআইয়েরই একটি প্রধান প্রকল্প। এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন যুক্তরাষ্ট্রের সাথে বিশাল বাণিজ্য ও অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলাই এই করিডোরের উদ্দেশ্য। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিপিইসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ