Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালগামী লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৯:৪৪ এএম | আপডেট : ১১:৫৭ এএম, ১৭ নভেম্বর, ২০২০

ঢাকা-বরিশাল নৌপথের বেসরকারী যাত্রীবাহী নৌযান ‘এমভি সুন্দরবন-১১’ এর ছাদের পেছনে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের ছুরিকাহত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে যাত্রী নিয়ে ঢাকা থেকে যাত্রা করে রাত ৩টার দিকে নৌযানটি বরিশাল বন্দরের টার্মিনালে নোঙর করে। এরপরে ধীরে ধীরে যাত্রীরা নৌযানটি ত্যাগ করে। সকালের আলো ফোটার পরে নৌযানটির কর্মীরা তিন তলার ছাদের পেছনে চিমনির আড়ালে একটি মৃতদেহ দেখতে পেয়ে টার্মিনালে নৌ পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ দ্রুত ছুটে গিয়ে লাশটি সনাক্ত করে। খবর পেয়ে নৌ পুলিশ ও মহানগর পুুলিশের উর্ধতন কর্মকর্তাগনও ঘটনপস্থলে যান। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে কিছুক্ষন আগে ময়না তদন্তে পাঠান হয়েছে।
তবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। তৃতীয় তলার ছদের যে অংশে লাশটি পড়েছিল তার পাশেই আনসার ব্যারাক। তবে বরিশাল বন্দরে পৌছার পরে ২-৩জন আনসার নৌযানটি মূল গেটে ডিউটি করছিল। অন্যরা কি ব্যারাকে ঘুমিয়েছিল, না অন্যত্র ডিউটি করছিল তা জাানা যায়নি। সিআইডি সহ পুলিশের আরো কয়েকটি ইউনিটও বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ