Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনিয়র সহকারী পুলিশ সুপার শিপন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সিলেটে মানববন্ধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৫:০৯ পিএম

সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সিলেটে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সিলেট মহানগর কমিউনিটি পুলিশের প্রচার সম্পাদক মাহফুজ হাসান তান্নার উদ্যোগ এ মানবন্ধনটি অনুষ্টিত হয়ে নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে।
বেলা ৩টায় অনুষ্টিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। সংগঠনের প্রচার সম্পাদক তান্নার পরিচালনায় অনুষ্টিত এ মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, সিলেট চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তাহমিন আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আব্দুল আলীম তুষার, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেবুল আহমদ সাগর, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নাজিম খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ২৬ নং ওয়ার্ড সাধারন সম্পাদক পল্লব পাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মোগলাবাজার থানা দপ্তর সম্পাদক শাহ বেলাল আহমদ, তালতলা ব্যবসায়ী সমিতি সদস্য কামরুজ্জামান, ব্যবসায়ী কয়েছ আহমদ, ছাত্রলীগ নেতা রিফাত আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সেবা ও চিকিৎসার নামে মানুষ হত্যায় জড়িয়ে পড়েছে মাইন্ড এন্ড হাসপাতাল ব্যবস্থাপক আরিফ মাহমুদ সহ কর্মকর্তা কর্মচারীরা। সিনিয়র পুলিশ অফিসার হত্যার মাধ্যমে তাদের অতীতের বহুমুখী পাপের বিষয়টি বের হয়েছে। এঘটনার তারই ধারাবাহিক একটি নেক্কারজনক উদাহরন। আমরা এ হত্যাকান্ডের বিচার সহ অতীত কর্মকান্ড অনুসন্ধানের দাবী করছি। আমরা মনে করে, একজ মেধাবী পুলিশ কর্মকর্তাকে হত্যা করতে যাদের মন কাঁপেনি, তারা নির্ভয়ে কত সেবা প্রত্যাশী মানুষকে হত্যা করেছে, সেকারনে তদন্ত অবশ্যই দরকার, নচেৎ এ চক্র গোটা জাতিকে নিয়ে তামাশা করবে। মানববন্ধনে কাল সিলেট রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার ্ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষনা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ