Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুঠিয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি শুরু

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৪:০২ পিএম

পুঠিয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর রাজশাহী জেলার শাখার পূর্ণদিবস কর্মরিতী শুরু করেছে। ১৫ নভেম্বর রবিবার সকাল সকাল ৯টা থেকে শুরু হয় এ কর্মবিরতী চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রিয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীবৃন্দ এ কর্মবিরতীতে অংশ গ্রহন করেন। এসময় তারা হাজিরা খাতায় স্বাক্ষর করে কার্যালয়ের সামনে অবস্থান করেন। জানাগেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনা ভূমি অফিসসমূহে কর্মরত ১১-১৬ গ্রেডভূক্ত কর্মচারীগন পদ পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ২০০১ সাল হতে আন্দোলন করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ