Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচী পালন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৩:০৪ পিএম

বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তন ও উন্নয়নের দাবীতে ঢাকা জেলা শাখার উদ্যোগে পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচী পালন,আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে একর্মসুচী পালন করা হয়। । এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সমিতির মহাসচিব ও ঢাকা জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল, সিনিয়র সহ-সভাপতি মুকবুলুর রহমান, অতিরিক্ত মহাসচিব আতাউর রহমান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর, সদস্য মোঃ মজিরুল হক, অর্থ সম্পাদক খন্দকার নাজমুল আলম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা ঘোষনা দেন যে,তাদের দাবী মেনে নেয়া না হলে ৩০ নভেম্বর পর্যন্ত তারা লাগাতর কর্মবিরতী কর্মসুচী পালন করবেন। পরে একটি র‌্যালী বের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ