Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ৩৯ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভ্যামকো’র আঘাতে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে ফিলিপাইনের রাজধানীসহ কয়েক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানেই কাদা জমে গেছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে দেশটির সামরিক বাহিনী।

দেশটির সামরিক বাহিনীর প্রধান কর্মকর্তা জেনারেল গিলবার্ট গেপে জানান, এখন পর্যন্ত অন্তত ৩৯ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন ৩২ জন। নিখোঁজদের খোঁজ পেতে কাজ চলছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

এপি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানায় এখন পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। যাদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার সেখানকার সরকারি অফিস ও স্কুলের ক্লাস বন্ধ রাখা হয়েছে। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ