Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে তিন লাশ উদ্ধার

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে এক নারীসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর সুরতরঙ্গ রোড, খরতৈল ও গুশলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ফেনী জেলার ওবাদুল হকের ছেলে ছায়েদুল হক জুয়েল, নেত্রকোনা জেলার জয়ধর খাঁর ছেলে রফিকুল ইসলাম ও গুশুলিয়া এলাকার দেলোয়ারের মেয়ে রহিমা আক্তার। পুলিশ জানায়, ছায়েদুল হক জুয়েল তার স্ত্রীসহ সুরতরঙ্গ রোডের আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন বাবুর্চি। গত মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় বাড়ির মালিক আব্দুস সালাম ও আশপাশের লোকজন এসে তাদের ঝগড়া সমাধান করে চলে যান। পরে রাত ২টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান ছায়েদুলের লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। এদিকে খরতৈল এলাকার ভিয়েলাটেক্স পোশাক কারখানার পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তিনি ও তার স্ত্রী দুজনেই চাকরি করতেন পোশাক কারখানায়। এর মধ্যে রফিকুল ইসলামের চাকরি চলে যায়। গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরেন তার স্ত্রী খাদিজা বেগম। এ সময় ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে দেখতে পায় রফিকুলের লাশ ফ্যানের সাথে ঝুলছে। পরে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশে খবর দেয়।
অপরদিকে গুশুলিয়া এলাকা থেকে রহিমা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রহিমা তার বাবার বাড়িতে ছিলেন। গত মঙ্গলবার রাতে তার মেয়েকে নিয়ে ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে দেখেন রহিমা ফ্যানের সাথে ঝুলছে। পরে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পৃথক তিনটি লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ-উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২১
৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ