Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেম্পারিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের গভীর মনোযোগ পেনসিলভ্যানিয়ার পোস্টাল কর্মী রিচার্ড হপকিনসের দিকে। এর কারণ হলো প্রথম দিকে তিনি অভিযোগ করেছিলেন এই সুইংস্টেটে মেইলে পাওয়া ভোট ‘টেম্পারিং’ করেছেন কর্মকর্তারা। তারা ব্যাকডেটেড ব্যালট আমলে নিয়েছেন। ফলে রিপাবলিকানরা তাদের ‘ভোট জালিয়াতির’ পক্ষে এক্ষেত্রে একটি জোরালো প্রমাণ পায়। কিন্তু সর্বশেষ খবর হলো, এই বিবৃতি থেকে সরে এসেছেন রিচার্ড হপকিনস। তিনি এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল। এ বিষয়ে তিনি এরই মধ্যে প্রতিনিধি পরিষদের তদন্ত বিষয়ক হাউজ ওভারসাইট কমিটির সঙ্গে কথা বলেছেন। এরপরই হাউজ ওভারসাইট কমিটি মঙ্গলবার ঘোষণা দিয়েছে, হপকিনস বলেছেন- পেনসিলভ্যানিয়ার ইরি’র একজন পোস্টমাস্টার তার কর্মীদেরকে বলেছিলেন নির্বাচনের দিনের পরেও পাওয়া ব্যালটগুলোকে গণনায় ধরতে। তাকে যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের একজন ইন্সপেক্টর জেনারেল প্রশ্ন করলে জবাবে তিনি এই বক্তব্য দেন। এই বক্তব্যের বিষয়ে শপথপ‚র্বক একটি এফিডেভিটে স্বাক্ষর করেছেন তিনি। তার এই বিবৃতি রিপাবলিকানরা গুরুত্ব দিয়ে গ্রহণ করে। এই বক্তব্যের পরই সিনেটর লিন্ডসে গ্রাহাম আইন মন্ত্রণালয়ের কাছে কেন্দ্রীয় তদন্তের আহŸান জানিয়ে চিঠি লেখেন। সঙ্গে সঙ্গে তাতে সবুজ সংকেত দেন এটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি ফেডারেল আইনজীবীদের তদন্তের নির্দেশ দেন। তবে হাউজ ওভারসাইট কমিটিতে থাকা ডেমোক্রেটরা বলছেন, যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের তদন্তকারীরা কমিটিকে জানিয়েছেন, হপকিনস ওই এফিডেভিটে স্বাক্ষর করেছেন। পরে তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছেন। বলেছেন, অনিয়ম হয়নি। ওই কমিটিতে থাকা ডেমোক্রেটরা এক টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের আইজি তদন্তকারী কমিটির স্টাফদের জানিয়েছেন যে, তারা হপকিনসকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেন। এ সময়ে আগের দিন দেয়া অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন হপকিনস। কিন্তু কেন তিনি মিথ্যা এফিডেভিটে স্বাক্ষর করেছিলেন তা ব্যাখ্যা করেন নি। এখানে উল্লেখ্য ইরি এলাকার পোস্টমাস্টার রব উইসেনব্যাচও হপকিন্সের প্রাথমিক দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে তারদাবিকে শতভাগ মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইরি পোস্ট অফিস কখনোই ব্যাকডেটেড ব্যালট গ্রহণ করেনি। দ্য হিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিপাবলিকান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ