Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ট্রাম্পে বিরক্ত হয়ে হিলারির দিকে ঝুঁঁকছেন অনেক রিপাবলিকান

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মুসলিম, মেক্সিকান এবং নারী ও প্রাক্তন সৈনিকদের মর্যাদা নিয়ে বাগাড়ম্বর করার জের
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক অতিকথনে বিরক্ত হয়ে তাকে ত্যাগ করে অনেক রিপাবলিকান সমর্থক এখন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের দিকে ঝুঁঁকছেন। ট্রাম্পকে সমর্থন দেওয়ার বদলে নির্বাচনী দৌড়ে হিলারির পক্ষে ইতোমধ্যেই প্রচার শুরু করেছেন বেশ কয়েকজন ধনী রিপাবলিকান। পাশাপাশি হিলারির পক্ষে অন্যান্য রিপাবলিকানদের সমর্থন আদায়ের চেষ্টাও করছেন তারা।
এ প্রচেষ্টায় জড়িত কয়েকজন সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তারা বলেছেন, ট্রাম্পকে নিয়ে যারা হতাশ সেইসব রিপাবলিকানের কাছ থেকে অর্থ এবং হিলারির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালানো হচ্ছে।
নারীর মর্যাদা, মেক্সিকান, মুসলিম এবং প্রবীণ সেনাসহ অনেককে নিয়েই বহু বিতর্কিত মন্তব্য করে রিপাবলিকানদের দাতাগোষ্ঠীর বিরাগভাজনও হয়েছেন আবাসন ব্যবসায়ী ট্রাম্প। তাকে নিয়ে রিপাবলিকান দলের মধ্যে অনেকটাই বিভক্তি দেখা দিয়েছে। রিপাবলিকান হাউস স্পিকার পল রায়ান এবং দলটি থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট সিনিয়র ও জুনিয়র বুশসহ ঊর্ধ্বতন অনেক সদস্যই ট্রাম্পর্কে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
ধনী দাতা শ্রেণীর রিপাবলিকানরা ট্রাম্পের প্রতি নাখোশ হয়ে এখন হিলারিকেই বেছে নিচ্ছেন। ধনী এসব রিপাবলিকান হিলারির প্রচারে অনেকটাই পরিবর্তন এনে দিতে পারবেন। ওয়ালস্ট্রিটের মতো বড় দাতারা হিলারির মার্কেটিং প্রচারণায় বড় অঙ্কের অর্থ সহায়তা করতে পারবে। যুক্তিবাদী রিপাবলিকানদেরকে পক্ষবদল করতে প্রভাবিত করতেও সক্ষম হবেন তারা। হিলারির জন্য রিপাবলিকানদের অর্থ সংগ্রহ এখন প্রাথমিক পর্যায়ে আছে বলে জানানো হয়েছে খবরে। ট্রাম্পের মুখপাত্র হোপ হিকস এ খবরের ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ওদিকে, হিলারির মুখপাত্র জেসি ফার্গুসন বলেছেন, ব্যবসায়ী নেতারা হিলারির অর্থনৈতিক পরিকল্পনার কারণে এবং ট্রাম্পকে বিশ্বাস করা যায় না একারণে হিলারিকে সহায়তা করছেন। হিলারির পক্ষে প্রচার চালাতে রিপাবলিকান লবি গ্রুপের সহায়তায় প্রাথমিকভাবে দুটি টিমও গঠিত হয়েছে। বুধবার রপাবলিকানদের অর্থদাতা কোটিপতি সেথ ক্লারম্যান বলেছেন, তিনি হিলারিকেই নির্বাচনে জেতানোর জন্য কাজ করে যাবেন। ট্রাম্পকে মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি ইরাক যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন হুমায়ূন খানের পরিবারকে নিয়ে কটাক্ষ করে রিপাবলিকান পার্টির ঊর্ধ্বতন নেতাদের ক্ষুব্ধ করেছেন ট্রাম্প।
তাছাড়া, সিনেট নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টটেটিভস স্পিকার পল রায়ান ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েও ট্রাম্প দলে কোন্দল বাড়িয়েছেন। উল্লেখ্য, ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। একইদিনে অ্যারিজোনা ও উইসকনসিনে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পে বিরক্ত হয়ে হিলারির দিকে ঝুঁঁকছেন অনেক রিপাবলিকান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ