মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচনের দৌড় থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না ট্রাম্প
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন। এদর মধ্যে সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল, সিনেটর মার্ক কার্ক ও স্পিকার পল রায়ান অন্যতম। ভিডিও প্রকাশের পর প্রায় ১০ জন রিপাবলিকান সিনেটর বলেছেন, ট্রাম্পের উচিত নিজের নাম প্রত্যাহার করে নেয়া। এ ছাড়াও তাকে ভোট না দেয়ার কথা বলেছেন আরো বেশ কয়েকজন সিনেটর। খবরে বলা হয়, ভিডিওতে ট্রাম্পের লম্পট ও কামুক মন্তব্যের কারণে কোনো কোনো দলীয় নেতা বাধ্য হয়েছেন এ কথা বলতে যে, তারা ট্রাম্পকে ভোট দেবেন না। কেউ কেউ এ কথাও বলেছেন, তারা ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকেও ভোট দেবেন না। এর ফলে তারা এমন একটি অবস্থানে রয়েছেন যে তারা প্রেসিডেন্ট পদের জন্য কাউকেই ভোট দিচ্ছেন না। আর তৃতীয় দলের প্রার্থীদের ভোট দিলেও, হোয়াইট হাউজে যোগ দেয়ার এই প্রতিযোগিতায় তাদের জয়ী হবার কোনো সম্ভাবনাই নেই। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলেজ্জা রাইস বলেন, যথেষ্ট হয়েছে! ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তার নিজ নাম প্রত্যাহার করা উচিত। এদিকে ট্রাম্পের সাথে থাকা মাইক পেন্স জানান, ভিডিওটি দেখে তিনিও কষ্ট পেয়েছেন। তবে সবচাইতে ভাল বিষয় হল ভিডিওটির জন্য ট্রাম্প ক্ষমা চেয়েছেন।
এদিকে, নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের অডিও টেপ ফাঁস হওয়ার পর তাৎক্ষণিক ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, এই সব মন্তব্য একেবারে বাজে এবং যে কোনো পরিস্থিতিতে অগ্রহণযোগ্য। আমি মনে করি সব জায়গাতেই এখন ট্রাম্পের উচিৎ হবে মহিলা ও মেয়েদের কাছে ক্ষমা চাওয়া। তিনি তাকে পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন। ইউটাহর সেনেটর মাইক লি তাকে এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন। তিনি বলেন, তার কারণে জরুরি সব বিষয় থেকে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াবেন না। সিনেটর মার্ক কার্ক তার টুইট বার্তায় বলেছেন, ট্রাম্পের নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত এবং রিপাবলিকান পার্টির উচিত হবে জরুরি ভিত্তিতে কাউকে মনোনয়ন দানের নিয়ম কার্যকর করা। সিনেটর জন ম্যাকেকইন বলেন, ট্রাম্প নিজের আচরণের বোঝা নিজেই বহন করছেন এবং এর পরিণতি তাকে একাই ভোগ করতে হবে। দলের জাতীয় কমিটির চেয়ারম্যান কোনো নারীকে এইভাবে বর্ণনা করা ঠিক নয়, এ সব কথাও বলা ঠিক নয়। প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেন, তিনি আশা করছেন ট্রাম্প দেশের জনগণের কাছে এটা প্রমাণ করবেন যে মেয়েদের প্রতি তার সম্মানবোধ আরো অনেক বেশি। রায়ান আরো বলেন, তার নিজের রাজ্য উইসকনসিনে আজ ট্রাম্পের যে অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল সেখানে ট্রাম্প যোগ দিতে পারবেন না। হিলারি ক্লিনটন এই মন্তব্যকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন এবং এক টুইট বার্তায় বলেছেন, আমরা এই লোকটিকে দেশের প্রেসিডেন্ট হতে দিতে পারি না। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।