মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের নেতৃত্বাধীন বিশেষ তদন্ত দলের কাজে নাক না গলাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন রিপাবলিকান নেতারা। এর আগে মুলারের কমিটির সমালোচনা করে টুইট করেন ট্রাম্প। টুইটে ট্রাম্প লেখেন, “মুলারের দলে ১৩ কট্টর ডেমক্র্যাট কেন? এদের কয়েকজন হিলারির পাঁড় সমর্থক আর রিপাবলিকানদের পক্ষে কেউ নেই? সমপ্রতি আরেক ডেমক্র্যাটকে নেওয়া হয়েছে. কারো কি মনে হচ্ছে এটি ন্যায্য? এখন পর্যন্ত আঁতাতের কোনো প্রমাণ যখননেই!” সাবেক এফবিআই প্রধান মুলার নিজে একজন রিপাবলিকান। ট্রাম্পের টুইটের পর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, “কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই মুলারকে তার কাজ করতে দেওয়া উচিত। অনেক রিপাবলিকানের কাছে তার মতের গুরুত্ব আছে।” মতের সামান্য অমিলেই নিজের প্রশাসনের কর্মকর্তাদের একের পর এক বরখাস্ত করছেন ট্রাম্প। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।