Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজাদপুর-সুন্দলপুর গ্যাসফিল্ড শ্রমিকদের কর্মবিরতির হুমকি

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম


বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কোম্পানীগঞ্জ শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ফিল্ডের শ্রমিকরা কর্মবিরতির হুমকি দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্মসূচির নামে কোন ধরনের বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার সকালে কর্মস্থলে আসার আগে তারা এই কর্মবিরতির হুমকি দেয়।
জানা গেছে, দুপুরে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ থানার ওসি, শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ফিল্ডের ইনচার্জ এবং আন্দোলনকারী শ্রমিকদের প্রতিনিধি সাইফুল ও মওদুদ যৌথ সভায় বসে। বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে স্থানীয় প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আস্বস্ত করার পর আন্দোলনকারী শ্রমিকরা কর্মবিরতি কর্মসূচি করবে না জানিয়ে তা স্থগিত করেন। শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ফিল্ডের ইনচার্জ প্রকৌশলী শওকত ফেরদৌস এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ