মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের এই মহামারিকালে অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট বৈশ্বিক অনিশ্চয়তা ও উদ্বেগ আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি ডেকে আনছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের চিফ ডিফেন্স অব স্টাফ নিক কার্টার এই আশঙ্কার কথা জানিয়েছেন। সংঘাতে যুক্তরাজ্যের হতাহত সেনাদের বার্ষিক স্মরণ অনুষ্ঠান রিমেম্বারেন্স সানডে উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে কার্টার বলেন, আঞ্চলিক উত্তেজনা ও ভুল বিচার হয়তো শেষ পর্যন্ত বিস্তৃত সংঘাতের পথে নিয়ে যাবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমারা একটি সময়ে বাস করছি যেখানে বিশ্ব অত্যন্ত অনিশ্চিত ও উদ্বেগপূর্ণ স্থান এবং অবশ্যই বৈশ্বিক প্রতিযোগিতার গতিশীলতা আমাদের জীবনের একটি উপাদান। আমি মনে করি, প্রকৃত ঝুঁকি হচ্ছে আমাদেরকে অনেক বেশি আঞ্চলিক সংঘাতের মধ্য দিয়ে যেতে হচ্ছে এই মুহূর্তে। আপনারা হয়তো দেখতে পাবেন ভুল হিসেব-নিকেশ সংঘাতের দিতে নিয়ে যাচ্ছে।’ আরেকটি বিশ্বযুদ্ধের হুমকি রয়েছে কিনা জানতে চাইলে কার্টার বলেন, ‘আমি বলছি এটি ঝুঁকি এবং আমাদের সেসব ঝুঁকির ব্যাপারে সজাগ থাকা প্রয়োজন।’ স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।