মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলিম অধ্যূষিত সংযুক্ত আরব আমিরাত পর্যটন শিল্পের উন্নয়ন ও ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধির নামে গত শনিবার ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষিতে দেশটিতে অবিবাহিত যুগল একত্রে বসবাস এবং মদ্যপানের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ হলো উপসাগরীয় এ দেশটি। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর পর্যটকরা প্রতিনিয়ত এখানে ভিড় জমান। পর্যটকদের জন্য অ্যালকোহল পান ও অবকাশ যাপনের যাবতীয় ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকরা এগুলোকে অপরাধ হিসেবে গণ্য করেন।
দেশটিতে এতদিন ধরে নিজস্ব ইসলামিক আইন চালু ছিলো। তবে নতুন আইনে এসেছে অনেক পরিবর্তন। ২১ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা এখন অ্যালকোহল কেনা বেচা এবং পান করতে পারবেন। সেই সঙ্গে অবিবাহিত নারী পুরুষ একসঙ্গে বাস করতে পারবেন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ডব্লিউএএম এবং সরকার ঘনিষ্ঠ পত্রিকা ‘দ্য ন্যাশনাল’ শনিবার নতুন এ আইনের বিস্তারিত তুলে ধরেছে বলে জানায় কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির পর দেশে প্রচলিত ইসলামী বিধিনিষেধ শিথিলের এ ঘোষণায় অনেকেই বলছেন, সংযুক্ত আরব আমিরাত সরকার হয়ত ইসরায়েল থেকে বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে। ধারণা করা হচ্ছে আইনের শিথিলতার মাধ্যমে দেশটিতে ইসরায়েলি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে।
সংযুক্ত আরব আমিরাতে আগে মদ কেনা, বহন এবং বাড়িতে রাখতে লাইসেন্সের প্রয়োজন হত। ইসলামি আইনের কারণে মুসলমানরা ওই লাইসেন্স করতে পারতেন না। নতুন আইনে নির্ধারিত বয়স সীমার পর তারাও এখন মদ পান করতে এবং বাড়িতে রাখতে পারবেন।
অন্যের জন্য ক্ষতিকারক নয় এমন কর্মকান্ডকে বৈধতা দিলেও ‘অনার ক্রাইম’কে শাস্তিযোগ্য হিসেবেই রাখবে সংযুক্ত আরব আমিরাত। পরিবারের জন্য অসম্মান বয়ে আনার জন্য সংঘটিত অপরাধকেই মূলত দেশটিতে অনার ক্রাইম হিসেবে বর্ণনা করা হয়। এই ধরনের অপরাধ শাস্তিযোগ্য হিসেবেই থাকবে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা ডব্লিউএএম।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘মানবাধিকার সংগঠনগুলোর মতে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় প্রতিবছর হাজারো নারী সামাজিক ও ধর্মীয় কড়া নিয়মের জেরে ‘খুনের শিকার’ হয়। এগুলোর মধ্যে পালিয়ে বিয়ে করা কিংবা পরিবারের জন্য সম্মানহানিকর এমন কর্মকান্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া রাস্তায় নারীকে উত্ত্যক্ত করার অভিযোগেও পুরুষদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এসব ধর্মীয় কড়া নিয়মগুলোই শিথিলের পরিকল্পনা নিয়েছে দেশটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।