Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় আগুনে মুদি ও ফলের দোকান পুড়ে ছাই, ৩০ লক্ষ টাকার ক্ষতি

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১:০৭ পিএম | আপডেট : ১:১৩ পিএম, ৯ নভেম্বর, ২০২০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (০৯ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে সদরে জয়কালী বাজারে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে পুড়ে যায় পাশর্^বর্তী দোকান গুলোও। দোকানের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ১ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রয়ে আনে। আগুনে মুদির দোকান নুরুল হকের হক ষ্টোর, আলমগীর, মুনসুর ও খোরশেদের ফ্রুটের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।
মুদির দোকানদার নুরুল হক বলেন, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বাজারের এক দোকানদার ফোন করে জানান আমার দোকানে আগুন লাগছে। সংবাদ শুনে বাড়ি থেকে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফ্রুটের দোকানদার মোহাম্মদ আলমগীর বলেন, আমার দোকানের ফল, বিস্কুট, চানাচুরসহ খাবারের পণ্য সব পুড়ে ছাই। আলমগীর, মুনসুর ও খোরশেদ দাবি করেন তাদের দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ অগ্নিকা-ে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা অগ্নিকা-ের খবর পেয়ে দ্রুত গিয়ে ১ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ