Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শতাব্দির চুক্তি প্রত্যাহারের আহবান

ট্রাম্পের পরাজয়ে খুশি ফিলিস্তিনিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। আর এ কারণেই রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থীর পরাজয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছেন ইসরাইলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা। ট্রাম্পের পরাজয়ে রোববার ফিলিস্তিনি নেতারা স্বস্তি প্রকাশ করে বলেন, আশা করছি এখন বর্বর ইসরাইলের দমন-পীড়ন কমবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দ‚ত নাবিল সাথ গণমাধ্যমকে বলেন, ট্রাম্পের শাসনামলটি ছিল ফিলিস্তিনিদের কাছে একটি দুঃস্বপ্ন। সবচেয়ে খারাপ সময় কেটেছে ফিলিস্তিনিদের। পিএলও নেতা হানান আশরাবি বলেন, আমরা ফিলিস্তিনের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গির আম‚ল পরিবর্তন দাবি করছি। আশা করি দেশটির নতুন সরকার এ বিষয়টি বিবেচনা করবে। এদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে ফিলিস্তিন নিয়ে ট্রাম্প ঘোষিত শতাব্দির চুক্তি (ডিল অব দ্য সেঞ্চুরি) ও জেরুজালেম ইসরাইলের রাজধানী হওয়ার ঘোষণাকে প্রত্যাহারের আহŸান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। কারণ এটি আন্তর্জাতিক নিয়ম-নীতি ও চুক্তি লঙ্ঘন করেছে। এই চুক্তিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে ইসরাইলের প্রতি পক্ষপাতিত্ব। শনিবার ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কথিত শান্তি পরিকল্পনা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবী জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখা প্রধান ইসমাইল হানিয়া। এক বিবৃতিতে হানিয়াহ জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত কথিত শতাব্দীর চুক্তির পুনর্বিবেচনা এবং জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা প্রত্যাহারের আহŸান করছি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে জেরুজালেমে আমেরিকার দ‚তাবাস স্থানান্তরের নির্দেশনাও প্রত্যাহারের আহŸান করছি।’ গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার বিনষ্ট করে তেলআবিব থেকে জেরুজালেম যুক্তরাষ্ট্রের দ‚তাবাস স্থানান্তর করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে ফিলিস্তিন জাতির দুর্দশা বাড়ানো আমেরিকার রাজনৈতিক কর্মপন্থার ঐতিহাসিক পুনর্বিন্যাসের আহŸান জানান হানিয়া। মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বলেন তিনি। হানিয়া বলেন, ‘ইসরাইলের কল্যাণকামী যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতিতে বিগত দিনে অনেক দুর্ভোগ পোহাতে হয় ফিলিস্তিনবাসীর। ফিলিস্তিনবাসীর অধিকার রক্ষা না করে দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষা করে ট্রাম্প প্রশাসন।’ আনাদোলু, আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যাহার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ