Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শেরপুরে গৃহকর্মী ফেলি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৩:৪৫ পিএম

শেরপুরের শ্রীবর্দী আহসান হাবিব শাকিলের স্ত্রী গৃহকর্তী ঝুমুর ও পরিবারের অন্যদের সহায়তায় দশ বছরের শিশু সাদিয়া খাতুন ফেলিকে নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ ৮ নভেম্বর রবিবার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় গেইটে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংস্থা আমাদের আইন, শেরপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনে শেরপুর জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সোলায়মান আহাম্মেদ, সাংবাদিক মাসুদ হাসান বাদল, আমাদের আইনের শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নূর-ই আলম চঞ্চল ও জেলা সেক্রেটারী নাজমুল আলমসহ সংগঠনের সকল নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে শেরপুর জেলার অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন একাত্মতা ঘোষণা করেন।

বক্তারা, গৃহকর্তা শাকিলকে গ্রেপ্তার ও স্ত্রী ঝুমুরের ফাঁসির দাবি জানান। এছাড়া বাংলাদেশে সকল হত্যা, ধর্ষণের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান করেন।

এব্যাপারে শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন তালুকদার জানান, গৃহকর্মী সাদিয়া আক্তার ফেলীর ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে এবং এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

চলতি বছরের ২৬ সেপ্টেম্বর প্রতিবেশী সাদিয়ার নির্যাতনের খবর ৯৯৯ নাম্বারে জানালে পুলিশ ঐদিন রাতেই আওয়ামলীগ নেতার স্ত্রী ঝুমুরকে গ্রেফতার করে এবং পরদিন সাদিয়াকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৮ দিন চিকিৎসার পর ২৪ অক্টোবর সাদিয়া মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ