Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নীলক্ষেত বই মার্কেটে অভিযান কারাদন্ড-জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১০:২৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইয়ের পাইরেটেড কপি বিক্রির দায়ে রাজধানীর নীলক্ষেতের তিন বই বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অপর দুই বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নীলক্ষেতের বই মার্কেটে অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়। 

পুলিশ জানায়, নীলক্ষেতের বিভিন্ন দোকান থেকে জাতির জনকের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়া চীন বই সমূহের পাইরেটেড কপি উদ্ধার করা হয়। দোকাগুলো মূল প্রকাশনার বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে এসব বই বিক্রি করে আসছিল। এসময় ভোক্তা অধিকার আইনে এক বই বিক্রেতাকে দেড় বছর ও দুইজনকে ৭ দিন করে কারাদন্ড দেয়া হয়। একই অপরাধে আরও দুই বই বিক্রেতাকে দশ হাজার করে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, কিছু অসাধু লোক তারা এই বইগুলো পাইরেটেড কপি করে বইগুলো বিভিন্ন জায়গায় তারা বিক্রি করছে এবং আমাদের ডিএমপির গোয়েন্দা বিভাগ তাদের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। মোট দুইজন আসামিকে আমরা কারাদন্ড দিয়েছি। একজন ১ বছর ৬ মাস আরেকজনকে ৭ দিন। উভয়টাই বিনাশ্রম কারাদন্ড। এবং দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ