নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছেন সহসাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দেয়া হবে। বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ও রানার্সআপ আনসার দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। পুরস্কার বিতরণ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মিডিয়ার মুখোমুখী হয়ে বলেন,‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য খুব শিঘ্রই টেন্ডার আহবান করা হবে। টেন্ডারের পর আগামী বছরের যে কোন সময় এখনকার সংস্কার কাজ শুরু করা আমাদের লক্ষ্য।’
জাহিদ আহসান রাসেল যোগ করেন,‘আমরা জাতির জনকের নামে স্টেডিয়ামটিকে আধুনিক স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি সংস্কার কাজের পাশাপাশি গ্যালারিতে চেয়ার বসানো, জায়ান্ট স্ক্রিন স্থাপনসহ মাঠের ড্রেনেজ ব্যবস্থা আরো আধুনিকায়ন করা হবে। শুধু তাই নয়, এই স্টেডিয়ামে নতুন অ্যাথলেটিক ট্র্যাক বসানো হবে।’
বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা আন্তর্জাতিকমানের স্টেডিয়াম হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিশ্বে সুনাম অর্জন করুক। এটা বাস্তবায়ন করতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করে যাবে বলে জানান জাহিদ আহসান রাসেল। তার কথায়,‘আমরা একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। উনার নির্দেশ মতো দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে যা যা করণীয় তার সবই করার চেষ্টা করছি। আমরা চাই আন্তর্জাতিকমান নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিশ্বে সুনাম অর্জন করুক। এখানকার সংস্কার কাজসহ পর্যায়ক্রমে দেশের সব স্টেডিময়ামকেই আধুনিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।