Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন বায়ার্নের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ম্যাচের ৭৮ মিনিট পেরিয়ে গেল। স্কোরলাইন ২-২। চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো পয়েন্ট খোয়ানোর শঙ্কায় তখন বায়ার্ন মিউনিখ। কিন্তু সলজবুর্গের বাধার দেয়াল এরপরই ধসে পড়ল। সোজা করে বললে, অস্ট্রিয়ান ক্লাবটিকে চ‚র্ণবিচ‚র্ণ করে ফেলল জার্মান পরাশক্তিরা। শেষ ১৫ মিনিটের চার গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি প্রতিযোগিতার শিরোপাধারীরা গড়ল নতুন কীর্তিও।
গতপরশু রাতে ‘এ’ গ্রæপের ম্যাচে সলজবুর্গের মাঠে ৬-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেন তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। একবার করে লক্ষ্যভেদ করেন জেরোম বোয়াটেং, লেরয় সানে ও লুকাস হার্নান্দেজ। বাকি গোলটি আত্মঘাতী। দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন রাসমুস ক্রিস্টেনসেন।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ম্যাচের শেষ ১৫ মিনিটের মধ্যে চারবার বল জালে পাঠানোর নজির ছিল না এতদিন। সলজবুর্গকে গুঁড়িয়ে তা করে দেখাল বায়ার্ন। আর টানা তিন জয়ে নক-আউট পর্বে নাম লেখানোর বন্দোবস্তও প্রায় পাকা করে ফেলল তারা।
গ্রæপের আরেক ম্যাচে লোকোমোতিভ মস্কোর মাঠে ১-১ ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন ম্যাচে প‚র্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রæপের শীর্ষে আছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকোর অবস্থান দুইয়ে। তিনে থাকা লোকোমোতিভের পয়েন্ট ২। সবার নিচের দল সলজবুর্গের অর্জন ১ পয়েন্ট।
রিয়ালের নায়ক রদ্রিগো, রামোসের সেঞ্চুরি
চ্যাম্পিয়ন্স লিগের গ্রæপ পর্ব থেকেই রিয়াল মাদ্রিদের ছিটকে পড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রথম জয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি। পরশু রাতে ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে করিম বেনজেমা ও সার্হিও রামোসের গোলে এগিয়ে যাওয়ার পরও লাউতারো মার্তিনেস ও ইভান পেরিসিচের গোলে পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল। শেষ দিকে ৩-২ ব্যবধান গড়ে দেন রদ্রিগো। আসরে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় জিনেদিন জিদানের দল। এদিন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নিজের শততম গোল করেছেন অধিনায়ক রামোস।
প্রথম দুই ম্যাচে কেবল ১ পয়েন্ট পেয়েছিল রিয়াল। ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হার দিয়ে অভিযান শুরু করা দলটি বরুশিয়া মনশেনগøাডবাখের মাঠে ২-২ গোলে ড্র করে। দুই রাউন্ড শেষে রিয়াল তলানিতে থাকায় তাদের গ্রæপ পর্ব পার হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইন্টারের বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ায় সে সব প্রশ্ন আপাতত থেমেছে। কালো মেঘ কিছুটা কেটেছে রিয়ালের আকাশ থেকে।
এ জয়ে ‘বি’ গ্রæপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লড়াইয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শাখতার দোনেস্ককে তাদের মাঠেই ৬-০ গোলে উড়িয়ে দেওয়া বরুশিয়া ম’গøাডবাখ। এছাড়া শাখতারের পয়েন্টও ৪। তবে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে ইন্টার।
জোতার হ্যাটট্রিক, লিভারপুলের গোল উৎসব
হ্যাটট্রিক করলেন দুর্দান্ত ছন্দে থাকা তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। জালের ঠিকানা খুঁজে নিলেন দলের দুই সেরা তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানেও। আগ্রাসী ও ছন্দময় ফুটবলের যুগলবন্দিতে আতালান্তাকে বিধ্বস্ত করল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ‘ডি’ গ্রæপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে অলরেডস খ্যাত দলটি। পরশু রাতে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
স্কোরলাইন অনুসারে ম্যাচটি একেবারে একপেশে হয়নি। আক্রমণ-পাল্টা আক্রমণের দেখা মিলেছে। কিন্তু তারকাখচিত লিভারপুলের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি আতালান্তা। তাদের নেওয়া নয়টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, সফরকারীরা নেয় ১৫টি শট। যার মধ্যে লক্ষ্যে ছিল ১২টি। তিন ম্যাচে প‚র্ণ ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। নক-আউটে জায়গা করে নেওয়ার খুব কাছে রয়েছে দলটি। আতালান্তা ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে তৃতীয় স্থানে।
গ্রæপের আরেক ম্যাচে মিডিল্যান্ডের মাঠে ২-১ গোলে জিতেছে আয়াক্স আমস্টারডাম। নেদারল্যান্ডসের দলটির আছে দুইয়ে। তাদের পয়েন্ট ৪। এখনও পয়েন্টের খাটা খুলতে না পারা ডেনমার্কের মিডিল্যান্ডের রয়েছে গ্রæপের তলানিতে।
ম্যানসিটির তিনে তিন
দাপট দেখিয়ে ম্যানচেস্টার সিটি প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ফেরান তোরেসের গোলে। বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষ অলিম্পিয়াকোসের রক্ষণে ভীতি সঞ্চারের ফল তারা পায় একেবারে শেষ দিকে। জালের ঠিকানা খুঁজে নেন দুই বদলি গ্যাব্রিয়েল জেসুস ও জোয়াও ক্যানসেলো। তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল পেপ গার্দিওলার দল। ‘সি’ গ্রæপের ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে ম্যান সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গ্রিসের অলিম্পিয়াকোসকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।
বল দখলে এগিয়ে থাকা স্বাগতিকরা পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে খেলেছে। তারা মোট ২০টি শট নেয়। যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে, অলিম্পিয়াকোস পাল্টা আক্রমণে হাতেগোনা কয়েকটি সুযোগ তৈরি করলেও সফল হয়নি। তারা নেয় ছয়টি শট। এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি।
আগের দুই ম্যাচে এফসি পোর্তোকে ৩-১ ও অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে হারানো সিটিজেনদের অর্জন তিন ম্যাচে প‚র্ণ নয় পয়েন্ট। তারা আছে গ্রæপের পয়েন্ট তালিকার শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে পোর্তো। গ্রæপের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাবটি ৩-০ গোলে হারিয়েছে মার্সেইকে। ৩ পয়েন্ট নিয়ে অম্পিয়াকোসের অবস্থান তিনে। পয়েন্টশূন্য ফ্রান্সের মার্সেই আছে গ্রæপের তলানিতে।
এক নজরে ফল
সলজবুর্গ ২-৬ বায়ার্ন
রিয়াল মাদ্রিদ ৩-২ ইন্টার
ম্যানসিটি ৩-০ অলিম্পিয়াকোস
আালান্তা ০-৫ লিভারপুল
লকো.মস্কো ১-১ অ্যাট.মাদ্রিদ
শাখতার ০-৬ ম’গøাডবাখ
পোর্তো ৩-০ মার্শেই
মিডিল্যান্ড ১-২ আয়াক্স

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ার্ন

২৫ এপ্রিল, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ