মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি মঙ্গলবার বলেছেন, তার দল চায় জম্মু ও কাশ্মীর যাতে ভারত ও প্রতিবেশী পাকিস্তান আর চীনের মধ্যে সেতুবন্ধনের কাজ করে এবং সরকারকে এই ফর্মুলাটাই গ্রহণ করতে হবে। জম্মু ও কাশ্মীর শান্তির সেতুবন্ধন হওয়া উচিত। জম্মু ও কাশ্মীর থেকে আমন্ত্রিত একটি গ্রæপের সাথে আলোচনার পর মিডিয়ার সাথে আলাপকালে তিনি চীন ও পাকিস্তান সীমান্তের দিকে ইঙ্গিত করে কথা বলেন। মরহুম বাবা ও সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইয়েদের দৃষ্টিভঙ্গির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পিডিপি চায় জম্মু ও কাশ্মীর যাতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ‘সেতুবন্ধনের কাজ করে’। তিনি বলেন, “পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরকে সেতুবন্ধন বানানোর ক্ষেত্রে মুফতির যে স্বপ্ন ছিল, সরকারকে সেটাই গ্রহণ করতে হবে”। পিডিপি নেতা বলেন, জম্মু ও কাশ্মীরের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তার দল সব কিছু করবে। তিনি অভিযোগ করেন মানুষের উপর আইন ‘চাপিয়ে দেয়া হচ্ছে’ এবং ‘আমরা এটা সহ্য করবো না’। তিনি বলেন, “কাশ্মীরি তরুণদের ভবিষ্যতকে সুরক্ষার জন্য আমরা সবকিছু করবো। এর আগে যে সব আইন করা হয়েছিল, মানুষের সাথে আলোচনা করে সেগুলো করেছিল এবং সেগুলো ছিল জনবান্ধব। কিন্তু এখন কাশ্মীরীদের উপর আইন চাপিয়ে দেয়া হচ্ছে, যেগুলো তাদের অস্তিত্বের বিরুদ্ধে এবং এগুলো আমরা সহ্য করবো না”। পিডিপি নেতা বলেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তিনি তারা তরুণদের সাথে আলোচনা করেছেন। তিনি বলেন, “জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছি আমি। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর তারা কি সমস্যার মধ্যে আছে, সেটা জানতে হবে আমাদের। সেই সাথে কেন্দ্রীয় সরকারের নীতিও দেখা যাচ্ছে জনবিরোধী হয়ে গেছে”। পিডিপি নেতা বলেন, তার দল তরুণদের পাশে দাঁড়াবে এবং এ অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লড়াইয়ে সামনের সারিতে থাকবে। তিনি বলেন অধিবাসী ও ভ‚মি আইন বদলে ফেলা হয়েছে, “যেটা মানুষের জন্য অনেক সমস্যা তৈরি করেছে”।পিডিপি নেতা বলেন, “স¤প্রতি তারা বলেছে ২২ বছর চাকরির পর অবসরে যাওয়া যাবে, এবং এরপর তারা অধিবাসী ও ভ‚মি আইন বদলেছে, যেটা মানুষের মধ্যে প্রচুর সমস্যা তৈরি করেছে। আমরা তরুণদের বলেছি যে, পিডিপি যে কোন সমস্যা মোকাবেলায় প্রস্তুত। তরুণরা আমার সাথে আছে। তাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করবো”। এএনআই, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।