Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেব না : মেহবুবা মুফতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৩:১৮ পিএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি জানিয়েছেন, রাজ্যে ৩৭০ ধারা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেহবুবা বলেন, তার দল নির্বাচনে জয়লাভ করলেও তিনি মুখ্যমন্ত্রী হবেন না।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে জম্মু-কাশ্মীরের ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কমপক্ষে সাড়ে ৩ ঘণ্টা ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। সেই বৈঠকে মেহবুবা মুফতিসহ অন্য নেতারা অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৈঠক শেষে মেহবুবা বলেন, জম্মু-কাশ্মীরে অনেক অত্যাচার হচ্ছে। মানুষ শ্বাস নিতেও পারে না। জম্মু-কাশ্মীরের বাস্তব পরিস্থিতি তেমন নয়, যেমন তারা বিশ্বের কাছে পেশ করছে। লোকেরা অসন্তুষ্ট এবং দমবন্ধ বোধ করছে। আমরা সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানের জন্য গিয়েছিলাম। যেদিন থেকে ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা বাতিল করা হয়েছিল, লোকেরা ভয় পাচ্ছে যে রাজ্যের ডেমোগ্রাফি পরিবর্তিত হবে সেজন্য কেন্দ্রীয় সরকারকে এই আশঙ্কা নিরসন করা দরকার। দ্বিতীয়ত, স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে বলেও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি মন্তব্য করেন।
২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়- লাদাখ এবং জম্মু ও কাশ্মীর। সে রাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বাতিল করে দেওয়া হয়। এরপর থেকে সেখানে কার্যত রাজনৈতিক অচলাবস্থা চলছে। অবশেষে সেখানকার পরিস্থিতি নিয়ে ১৪টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চল ঘোষণা করার পরে এটিই ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সরকারের মধ্যে প্রথম বৈঠক। সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৬ জুন, ২০২১, ৮:২০ পিএম says : 0
    উত্তম সিদ্ধান্ত ক্ষমতা বেশী না কি জনগণ বেশী,আমাদের দেশের হলে লোভে নির্বাচননে খুশির ঠেলায় ঘাট পালং ভেংগে ফেলতেন ,আগে ক্ষমতা পরে জনগণ।
    Total Reply(0) Reply
  • md shamsul hoque ২৬ জুন, ২০২১, ৯:০৯ পিএম says : 0
    Right stand. Very much supportive stand.
    Total Reply(0) Reply
  • md shamsul hoque ২৬ জুন, ২০২১, ৯:৫২ পিএম says : 0
    Actually this is the real stand of the people of Kashmir.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেহবুবা মুফতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ