Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ গ্রহণ করেছেন মেহবুবা মুফতি।
৫৬ বছর বয়সী এই নেতা দেশটির সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মেয়ে। মুফতি সাঈদ গত জানুয়ারি মাসে মারা যান।
মেহেবুবার বাবা মারা যাবার পর তাঁর পদে কে আসবেন, কোয়ালিশন সরকারের ভবিষ্যত কী হবে সেটি নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বেশ কয়েকদিন এক ধরনের বাকবিতন্ডাও চলেছে।
বাবার মৃত্যুর পর মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হতে চাননি। তাঁর অভিযোগ ছিল, জোট সরকারের মৌলিক চুক্তিগুলি লঙ্ঘন করছে বিজেপি। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করে বিজেপি।
তারপর থেকে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়ে বিজেপি ও পিডিপির মধ্যে টালবাহানা চলছিল। ওই রাজ্যে বর্তমানে রাজ্যপালের শাসন জারি রয়েছে।
জম্মু ও কাশ্মীরে নতুন করে নির্বাচন হবে কিনা তা নিয়েও আলাপ-আলোচনা শুরু হয়।
এর মধ্যেই গত ২৩ মার্চ নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মেহেবুবা মুফতি। তাঁর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান মেহবুবা মুফতি।
আর তারপরই দুটি দলের অচলাবস্থা কাটে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পিডিবি নেত্রী মেহবুবা মুফতি শপথ গ্রহণের পর বিশ্লেষকরা বলছেন তাকে হয়তো তাঁর নিজ দলের মধ্যেও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ