Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৫ কোটির প্রার্থীকে হারিয়ে দিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রথমবারের জয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী নারী কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় দফায়ও জিতলেন সেই আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট কংগ্রেসওমেন এদিন রিপাবলিকান জন কামিংসকে হারিয়েছেন। ৬০ বছর বয়সী স্কুলশিক্ষক এবং সাবেক পুলিশ কর্মকর্তা কামিংস প্রায় ৮৫ কোটি টাকা তুলে এবার প্রচারণায় নামেন। প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী ভ‚মিকা রেখে ৩০ বছর বয়সী ওকাসিও আলোচনায় আসেন। জাতীয় ইস্যুর বাইরে একবার আলোচনায় আসেন উদ্যাম নাচের ভিডিও ভাইরাল হলে। ওকাসিও ব্রঙ্কসের পার্কচেষ্টারে জন্মগ্রহণ করেন। তার মা পুয়ের্তেরিকোর এবং বাবা ব্রঙ্কসের স্থানীয় বাসিন্দা। মা ক্লিনার হিসেবে কাজ করতেন এবং বাবা একজন আর্কিটেক্ট। তিনি ইন্টেল থেকে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সাফল্যের সঙ্গে বৃত্তি নিয়ে বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং “সামাজিক ন্যায় বিচার বিষয়ে” বেশ সুনাম অর্জন করেন।’ তিনি কলেজে ল্যাটিন আমেরিকা স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং ইন্টার্ন করার জন্য আফ্রিকায় তিন মাস কাটিয়েছেন। সিনেটর টেড কেনেডির কার্যালয়েও কাজ করেছেন। দুই বছর আগের এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান। বিজনেস ইনসাইডার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ