Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শ্যামলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিয়াজুল জামিল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি ভাঙাড়ি দোকানে পরিত্যক্ত স্প্রে বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই দোকান কর্মচারীর মৃত্যু হযেছে। তারা হলেন-আমির হোসেন (৩৭) ও সাইদুর রহমান (৩৪)। গতকাল সকাল ৮টার দিকে একজন ও সাড়ে ১০টার দিকে আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান, আমির হোসেনের শরীরের ৩৭ শতাংশ ও সাইদুর রহমানের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ ছিল। তাদের শ্বাসনালীও পোড়া ছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাদের মৃত্যু হয়েছে। এর আগে এই ঘটনায় গত শুক্রবার ফারুক হোসেন (৩৭) নামের একজন মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

এদিকে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ হাসেম রোডে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ আরোহী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন-মাইক্রোবাস চালক হামদু (৫০), শিউলি আক্তার (২৭) ও তার স্বামী নাসির উদ্দিন (৩০), ইসমাইল হোসেন (১২) ও ফয়সাল আহমেদ (১৫)। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ