Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা প্রত্যাহারের দাবিতে তিতাসে মানববন্ধন

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন ও তার সহোদর কামাল হোসেনসহ মান্নান মুন্সির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ। গত সোমবার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দি অংশে এই কর্মসূচি পালন করা হয়েছে। এসময় জিয়ারকান্দি ইউনিয়নের আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ ওই ইউনিয়নের বিভিন্ন পেশা-শ্রেণির শত শত নারী পুরুষ মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন আজমল সরকার, আবুল হোসেন, মো. আমির হোসেন, মাজারুল সরকার, সোহেল রানা, ডালিম মোল্লা, গাজী সোহেল রানা, কুস্তিগীর রাসেল প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আলভী এন্টারপ্রাইজ এন্ড কন্সট্রাকশন এর প্রোপাইটর আলমের সাথে ঠিকাদার আমির আজম রেজার ব্যবসায়ীক টাকা পয়সা লেনদেন। এখানে আলম পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকটি হয়েছে মাত্র। সেই সূত্রধরে জামাল, কামাল, আ. মান্নানকে উদ্দেশ্য প্রনোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং এই ঘটনার সঠিক তদন্ত করার অনুরোধ জানান।
এদিকে মামলার বাদী মেসার্স কনটেমপোরারী সত্বাধীকারী আমির আজম রেজা বলেন, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ফাজিল মাদরাসা চত্বরে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ করছি। গত ২৯/১০/২০২০ইং ২য় তলার ছাদ ঢালাই চলাকালীন সময়ে এজাহারে উল্লিখিত আসামিরা মোবাইলে ফোন দিয়ে আমার সাইট ইঞ্জিনিয়ার মো. রাকিবকে হুমকি দেয় এবং চাঁদা দাবি করে। পরের দিন দেখা করতে বলে এবং ওই দিনই রাত আনুমানিক ১১.৪৫ মিনিটে আসামিরা সংঘবদ্ধ হয়ে ইঞ্জিনিয়ার রাকিবসহ শ্রমিকদের মারধর করে।
অপরদিকে মামলার ১নং আসামি আলভী এন্টারপ্রাইজ এন্ড কন্সট্রাকশনের প্রোপাইটর আলম বলেন, আমি কোন প্রকার চাঁদা দাবি করিনি, আমি ওই সাইডে শর্তাবলীর মাধ্যমে বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে আসছি এবং ওই দিন আমি আমার পাওনা টাকা চাওয়ায় আজ আমাকে আসামি করে চাঁদাবাজির মামলা দিয়েছে এবং আমার সাথে যাদেরকে আসামি করা হয়েছে তাদের সাথে আমার কোন প্রকার ব্যবসার সম্পর্ক নেই। আমি একাই কাজের সাইডে পাওনা টাকার জন্য গিয়েছিলাম। আমি এর সঠিক তদন্তের জোর দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ