Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবজাতকের লাশ নিয়ে পিতা হাইকোর্টে

হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া দুই নবজাতক সন্তানের লাশ নিয়ে ন্যায়বিচার পেতে হাইকোর্টের নজরে এনেছেন একজন পিতা। গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। রুলে দুই নবজাতককে হাসপাতালে ভর্তি করতে কর্তৃৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়া, হাইকোর্ট দুই হাসপাতালের পরিচালকের কাছে কেন ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়নি, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে চেয়েছেন। হাসপাতাল দুটি হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা শিশু ও মুগদা হাসপাতাল। সদ্য জন্ম নেয়া অসুস্থ জমজ সন্তানকে চিকিৎসার জন্য তিনটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু কোনো হাসপাতাল চিকিৎসা দেয়নি। দুপুরে দুই জমজ মারা যায়। পরে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে যান তিনি। এরপর হাইকোর্ট বিষয়টি নজরে নেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, তিনটি হাসপাতালের পরিচালকের ব্যাখ্যা চাওয়া হয়েছে রুলে।

ভুক্তভোগী সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম বলেন, সোমবার সকালে স্ত্রী সায়েরা খাতুনকে হাসপাতালে নেয়ার পথে তিনি সিএনজিচালিত অটোরিকশায় জমজ সন্তান প্রসব করেন। পরে ওই মা ও দুই নবজাতককে মুগদা ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল থেকে তাদের ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। শিশু হাসপাতাল ওই মা ও দুই নবজাতককে ভর্তি নেয়নি। এরপর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নবজাতক শিশুদের নেয়া হলেও সেখানে ভর্তি নেয়নি। অবশেষে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রাঙ্গণেই মারা যায় জমজ নবজাতক। ন্যায়বিচার চাইতে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে আসেন তাদের বাবা আবুল কালাম। বিষয়টি আমলে নিয়ে উল্লিখিত আদেশ দেন হাইকোর্ট।



 

Show all comments
  • Aynul Haque ৩ নভেম্বর, ২০২০, ১:০৬ এএম says : 1
    বিষয়টি বিশ্লেষন করলে ইহা প্রমাণিত হয় যে শিশু দুইটি র বাবাই দায়ী তাদের মৃত্যুর জন্য ।কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে সিনজি তে delivery হয়েছে, তার মানে রোগীর delivery র pain দশ - বারো ঘন্টা আগে ই শুরু হয়েছে । সাধারণত মিনিমাম দশ বারো ঘন্টা লাগে নরমাল ডেলিভারি হতে। তাহলে ঐ ব্যক্তি আগেই কেন ওনার স্মীকে হসপিটালে নিয়ে গেলেন না কেন? উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। উনি delivery pain উঠার সাথে সাথে রোগীকে হসপিটালে নিয়ে গেলে এইসব সমস্যা র সৃষ্টি হত না। ওনার দায়িত্বহীন কর্মের খেসারত Doctor আর হসপিটালের উপর চাপাচ্ছেন ।
    Total Reply(2) Reply
    • twocents ৩ নভেম্বর, ২০২০, ৮:০৭ এএম says : 0
      Looks like you're a paid agent of one of these hospitals or a great stupid. Who told you that a pregnant mother needs to be transferred to a hospital when the delivery pain starts? Hospitals are supposed to serve the public; that service was not provided in this case and that negligence needed to be dealt with as per law.
    • Shahid Islam ৩ নভেম্বর, ২০২০, ৪:১৮ পিএম says : 0
      What a classic stupid comment!!! A woman can deliver her baby anywhere, depending on the situation. The point here is any human being has the right to be treated during medical crisis. Those babies were sick, therefore they should be taken care of, no matter where they were born. This is the case of violation of law and human rights. Those hospitals and doctors must show a very good reason why they refused to treat those poor babies, or they should be punished.
  • সাদিয়া জাহান প্রভা ৩ নভেম্বর, ২০২০, ১:০৬ এএম says : 0
    বাংলাদেশে ডাক্তার বলতে কিছুই নেই। সব গুলো কসাইয়ে পরিণত হয়েছে। হাতে গোনা কয়েকজন ব্যতীত। ধিক্কার জানাচ্ছি বাংলার শাসন ব্যবস্থাকে!
    Total Reply(0) Reply
  • Manik Sorkar ৩ নভেম্বর, ২০২০, ১:০৬ এএম says : 0
    দুইটা অসুস্থ বাচ্চা নিয়ে পিতা চিকিৎসার আসায় হাসপাতাল থেকে হাসপাতাল।ডাক্তার থেকে ডাক্তারের দারে দারে অসহায় ভিক্ষুকের মতো ছুটেছেন।ভাবা যায় কি অসহায় এই বাবা।ভাবা যায় বিবেক হীন ঐ সকল যথাযথ কর্তৃপক্ষের অমানবিক উদাসীনতা।চিকিৎসা সেবা থেকে সাধারণ জনগণ যে বঞ্চিত তার আরও একটা উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রীদের চিকিৎসা দেশের হাসপাত গুলোতে বাধ্যতামূলক করা হলে হয়তো চিকিৎসা ক্ষাতে কিছুটা উন্নত হতো।
    Total Reply(0) Reply
  • Manzu Manzu ৩ নভেম্বর, ২০২০, ১:০৭ এএম says : 1
    দুঃখজনক। খুবই দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রী মহোদয় খুবই দুঃখ পাবেন। কারন গত কয়েকদিন আগে তিনি বুক ফুলিয়ে গর্ব করে বলেছিলেন আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইউরোপ আমেরিকার চেয়েও উন্নত। এরকম হওয়াটা কখনোবা হতে পারে। কিন্তু তাই বলে এগুলো নিয়ে হাইকোর্ট জজকোর্ট করা কি সাজে। আর হায়াত মউত এর মালিক আল্লাহ।
    Total Reply(0) Reply
  • Zillur Rahaman ৩ নভেম্বর, ২০২০, ১:০৭ এএম says : 0
    খুবই দুঃখজনক ও মর্মান্তিক। চিকিৎসা ব্যবস্থারই চিকিৎসা দরকার। চিকিৎসা ব্যবস্থা নয়, এটি একটা মহাজনী ব্যবসা। এ থেকে জাতিকে উদ্ধার করা জরুরি কিন্তু করবে কে!
    Total Reply(0) Reply
  • Sayed Aslam Ali ৩ নভেম্বর, ২০২০, ১:০৭ এএম says : 0
    ডাক্তার,নার্স,শিক্ষক,উকিল এবং সরকারি চাকরিজীবি এদের রাজনীতির বাইরে রাখা উচিত।সব জায়গা রাজনীতি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।
    Total Reply(0) Reply
  • Issor ৩ নভেম্বর, ২০২০, ১:৫৬ এএম says : 0
    মানুষের শুধু টাকা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ