মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন বলেছে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় আমেরিকার হস্তক্ষেপের কারণে এসব দেশ চরম দুর্দশার মধ্যে দিন অতিবাহিত করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান রোববার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় যুদ্ধ অব্যাহত থাকার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ ও সংকট সৃষ্টির প্রচেষ্টা। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে ঝাও আরো লিখেছেন, “বাস্তব পরিস্থিতি একথা প্রমাণ করছে যে, বিশ্বের রাজনৈতিক নিরাপত্তা আমেরিকার কারণে বারবার বিপন্ন হয়েছে।” সম্প্রতি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা বিশ্বের ৮০টি দেশে যুদ্ধ চালাতে ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার অর্থ খরচ করেছে। এসব যুদ্ধ ও যুদ্ধের ফলে সৃষ্ট সহিংসতায় আট লাখ আদম সন্তান প্রাণ হারিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরো বলেন, আমেরিকা তার নিজস্ব চিন্তা-চেতনা ও আকাক্সক্ষাগুলো অন্যান্য দেশের ওপর চাপিয়ে দিচ্ছে এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে যুদ্ধবাজ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।