পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল, দূতাবাস ঘেরাও, মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়ে্েযছ। আজ সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শেষে ফরাসি দূতাবাস অভিমুখে মিছিল কর্মসূচি পালন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে ফ্রান্সে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজকে দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার দাবিতে গতকাল বিকেলে কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলাম কামরাঙ্গীরচর জোনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রান্ট: ফ্রান্স সরকারের বর্তমান উগ্র অবস্থান বিশ্বে শান্তি বিনষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স মুসলিম উম্মাহ’র হ্নদয়ে মারাত্মক আঘাত হেনেছে। রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। যে মহানবী (সা.) মুসলমানদের নিকট প্রাণের চেয়ে প্রিয়, তাঁর অবমাননা বিশ্ব মুসলমান কখনও মেনে নিতে পারেনা। ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনকালে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন এসব কথা বলেন। দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা প্রিন্সিপাল আবু জাফর মুঈনুদ্দীন, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দীকি আশরাফী, অ্যাডভোকেট কাজী ইসলাম উদ্দীন দুলাল। জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে ফরাসি দূতাবাস ঘেরাও করার উদ্দেশ্যে মিছিলটি তোপখানা, পল্টন অতিক্রম করে কাকরাইল মোড়ে পুলিশের বাঁধার মুখে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ঘেরাও কর্মসূচি সমাপ্ত করা হয়।
হেফাজতে ইসলাম কামরাঙ্গীরচর জোন : হেফাজত ইসলাম বাংলাদেশ ঘোষিত আজকের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
গতকাল বিকেলে হেফাজত ইসলাম কামরাঙ্গীরচর জোন এর উদ্যোগে কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জ্বী এ আহবান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন এর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, হেফাজত ঢাকা মহনগর যুগ্ম সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দীন।
ছাত্র জমিয়ত বাংলাদেশ : বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনী বন্ধ করতে হবে। ফ্রান্সে বন্ধকৃত সকল মসজিদগুলো অবিলম্বে খুলে দিতে হবে। মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের দায়ে ফান্সের প্রেসিডেন্টক ম্যাখোঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্রান্সে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সুহাইল আহমদ, মুফতী নুরুজ্জামান, হাফেজ মুহাম্মদ ইসলামাবাদী,আব্দুল্লাহ আল ফাহাদ, আবু হানিফ, মুহাম্মদ আরাফাত ও আতিকুর রহমান।
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর নিন্দা ও প্রতিবাদে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল¬াহ আল-গালিব বলেন, ফ্রান্স ধারাবাহিকভাবে মুসলমানদের বিরুদ্ধে বর্বরতার কালো ইতিহাস রচনা করে এসেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফ্রান্সের এই ক্ষমাহীন ধৃষ্টতা ও ঘৃণ্য আচরণের বিরুদ্ধে বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বের শাসকদের অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হাফেয মাহমুদুল হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে আরো যারা বক্তব্য রাখেন, অধ্যাপক মুহাম্মদ নূরুল ইসলাম, মুহাম্মদ জালালুদ্দীন ও কাযী মুহাম্মদ হারুনুর রশীদ, মুহাম্মদ শামসুল আলম, মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, হাফেয আবদুল্লাহ আল-মারূফ ও মুহাম্মদ তাসলীম ।
বাংলাদেশ নজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর : বিশ্ব মানবতার অগ্রদূত হযরত মুহাম্মদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী উগ্রবাদী অপশক্তি ফ্রান্সের তৈরি সকল পণ্য বর্জন করতে হবে। ফ্রান্সে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সম্প্রতি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব মাওলানা মুফতি মুসা বিন ইযহার এসব কথা বলেন। পার্টির ঢাকা মহানগর আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা দ্বীনে আলম হারুনী, মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা আনোয়ারুল কবীর, মুফতি আব্দুস সাত্তার, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা মাজহারুল হক মামুন, মুফতী ওয়াহিদুজ্জামান ও মাওলানা সিরাজুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।