Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে নাজিরপুরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১১:৩৯ এএম

মহানবী (সা:) এর অবমাননা সহ ফরাসী প্রেসিডেন্টের বিরূপ মন্তব্যের প্রতিবাদে রবিবার সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা পরিষদ গেটের সামনে বিশাল মানববন্থন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাজিরপুর উপজেলা কওমী মাদ্রাসার অনুসারী এবং ইসলাম প্রিয় সকল তাওহিদী জনতা। উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছিমিয়া কওমী মাদ্রাসার ইসাম সভাপতি মুফতি মাওঃ মোঃ ফেরদৌস হুসাইন এর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নাজিরপুর সদর থানা মসজিদের ইমাম মোঃ ওবাইদুল্লাহ হুজুর, চৌঠাইমহল মাদ্রাসার মুহতামিম মহল্লী হুজুরের ছেলে আল-মামুন, তারাবুনিয়া মাদ্রাসার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, নাজিরপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও:আবু মুছা, বিশিষ্ট ওলামায়েকেরামগন। বক্তারা অবিলম্বে ফরাসি প্রেসিন্ডেটের বক্তব্য প্রত্যাহারসহ ফ্রান্সকে বিশ^ বাসির কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থণার আহ্বান জানান অন্যথায় ভবিষতে আরো কঠোর কর্মসূচী গ্রহনের কথাও জানান কওমী মাদ্রাসার অনুসারীরা। নাজিরপুরের এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে নাজিরপুরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তাওহীদি জনতা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছিমিয়া কওমী মাদ্রাসার ইসাম সভাপতি মুফতি মাওঃ মোঃ ফেরদৌস হুসাইন বক্তব্যে বলেন ফ্রান্সের সাথে সকল পন্য আমদানি রপ্তানি বন্ধ করতে হবে রাষ্ট্রদুতকে ডেকে এনে কঠিন প্রতিবাদ জানাতে হবে বাংলাদেশের সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে বলে প্রতিবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ