বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিয়ের এক বছর পর ঐশি খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পাবনার ঈশ্বরদী উপজেলায় শনিবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
নিহত ঐশি খাতুন (২১) একই গ্রামের মাহাবুল ইসলামের মেয়ে।
মামলার অভিযোগে জানা যায়, গত বছর ২৫ জানুয়ারি ঐশি খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম আওতাপাড়া নূরজাহান স্কুলসংলগ্ন হারুন প্রামাণিকের ছেলে জাহিদ হোসেনের (২৫) বিয়ে হয়।
মামলার বাদী নিহত ঐশির মা শাহানারা খাতুন লিখিত এজাহারে জানান, বিয়ের সময় নগদ টাকা, আসবাবপত্র নেয় জাহিদ। এর পরও যৌতুকের জন্য ঐশিকে প্রায়ই মারধর করত সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ঐশির সাত মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্বামী জাহিদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত।
নিহত ঐশির খালা রূপা জানান, যৌতুক ছাড়াও জাহিদ পরকীয়ায় লিপ্ত। যার কারণে প্রায়ই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া-বিবাদ হতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।