Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভে উত্তাল সারাদেশ

ফ্রান্সে নবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশে প্রতিবাদ কাল ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাও মসজিদ থেকে স্বতঃস্ফূর্ত মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফ্রান্সে নবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের তীব্র প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে ঢাকা মহানগরীসহ সারাদেশ। গত শুক্রবার বাদ জুমা বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ। একই দাবিতে রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও উপজেলার মসজিদগুলো থেকেও ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদী জনতা। সবার মুখে ছিল একই স্লোগান ম্যাক্রোঁর দুই গালে জুতা মারো তালে তালে, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ‘ফ্রান্সের পণ্য বর্জন করো/ফ্রান্সের প্রেসিডেন্টের ম্যাক্রোঁর চামড়া তুলে নিব আমরা, ইহুদির দালালেরা হুঁশিয়ার সাবধান।

নগরীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে সমমনা ইসলামী দলসমূহ, সম্মিলিত ইসলামী দল, জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্কাস), এনডিপি, বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল বের করে। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বাদ জুমা ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করে।
একই দাবিতে বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন মসজিদ থেকে স্বতঃস্ফ‚র্তভাবে সাধারণ মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন। আগামীকাল সোমবার ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী।

সমমনা ইসলামী দলসমূহ : শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ থেকে সমমনা ইসলামী দলসমূহ আয়োজিত বিক্ষোভ-সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, ফ্রান্স মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ করে ২শ’ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম উম্মাহর কাছে প্রকাশে ক্ষমা চাইতে হবে। ঢাকায় ফরাসি দূতাবাস বন্ধ করতে হবে। ফ্রান্সের সব পণ্য বর্জন করতে হবে। তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে। আল্লামা কাসেমী আগামী সোমবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম থেকে ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোহাম্মদ ঈসা শাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের আমির মাওলানা আব্দুল্লাহ হাসান পীর সাহেব বাহাদুরপুর, মুসলিম লীগের নেতা আতিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মাওলানা শফিক উদ্দীন। পরে নগরীতে বিশাল মিছিল বের করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : গত মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবী (সা.) ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে গত শুক্রবার মসজিদের ইমাম খতিবদের প্রতি বক্তব্য প্রদান এবং সকল মসজিদ থেকে সাধারণ মুসল্লিদের প্রতিবাদ মিছিল বের করার অনুরোধ জানিয়েছিলেন।
দেশের প্রতিটি মসজিদ থেকে স্বতঃস্ফ‚র্তভাবে ঈমানদার রাসুলপ্রেমিক জনতা মিছিলে অংশ নেন। এতে সারাদেশ মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে। দেশব্যাপী মিছিলের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে পুরানা পল্টন জামে মসজিদ থেকে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি মিছিল পল্টন মোড়, জিরোপয়েন্ট হয়ে পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়। ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল সফল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই জেলা নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

সম্মিলিত ইসলাম দলসমূহ : বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে সম্মিলিত ইসলামী দলসমূহ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। মাওলানা আবু তাহের জেহাদির সভাপতিত্বে ও বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে নেতৃবৃন্দ মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে ফ্রান্সের সাথে সকল প্রকার ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন, দেশটির পণ্য বর্জন এবং ফরাসি দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানান।

এতে আরো বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের একাংশের আমীর আল্লামা জাফরুল্লাহ খান, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান, মাওলানা ড. খলিলুর রহমান আল মাদানি, মাওলানা আবুল কাসেম কাসেমি, মাওলানা লুৎফর রহমান, মাওলানা মোহাম্মাদ হোসাইন আকন্দ, মাওলানা সালেহ সিদ্দিক, মালানা আজিজুর রহমান ও মাওলানা ইয়ামিন হোসাইন আজমী। সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় আগুন জালিয়ে দেয় তাওহিদী জনতা।

জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ : বাদ জুমা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর উদ্যোগে পলাশী মোড় থেকে নবী (সা.) অবমাননার প্রতিবাদে ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও করার লক্ষ্যে বিশাল মিছিল বের করা হয়। সংগঠনের সভাপতি ক্বারি আবুল হোসেন ও মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিনের নেতৃত্বে মিছিলটি পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে ধাক্কাধাক্কির পর মিছিলটি নীলক্ষেত মোড়ে গিয়ে পুলিশি বেরিকেটের মুখে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহানবী (সা.)কে অবমাননার দায়ে ফ্রান্সের সাথে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দিতে হবে। এতে যেসব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, মাওলানা বেলায়েত হোসেন আল-ফিরোজী, মাওলানা জাফর আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি তাসলিম আহমদ, মাওলানা জাহিদ আলম, ঘেরাও পূর্ব সমাবেশে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ দেশের সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে সরকারের প্রতি কতিপয় দাবি জানানো হয়।

বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ : ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গতকাল শনিবার বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ ও মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বাজারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেন, ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মহানবী (সা.) শানে বেয়াদবি করে জালিম হিসেবে পরিচিত হয়েছেন। যারা এ জালিমের বিরুদ্ধে প্রতিবাদ না করে নীরব থাকবে তারাও জালিম হিসেবে গণ্য হবে। প্রধানমন্ত্রীকে অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। মধুপুর পীর সাহেব বলেন, ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের মাধ্যমে ঈমানী পরিচয় দিতে হবে। মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি আল্লামা মুফতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ইসলামী যুব আন্দোলনের দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, আলহাজ মাওলানা নুরুল হক হামিদী, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মুফতি আবু রায়হান, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা আব্দুল রউফ বিক্রমপুরী, মাওলানা নুর আহমেদ জিহাদী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ বিন কুতুব ও হাজী আব্দুল মান্নান। বিক্ষোভ-সমাবেশ শেষে মিছিল রুহিতপুর বাজার ব্রিজ থেকে মিছিল বের হয়ে রামেরকান্দা ইস্পাহানী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলহাজ হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মোনাজাত করেন এবং বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করেন।

আমিন বাজার কাউন্দিয়া ইউনিয়ন জনসাধারণ : শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের ম্যাক্রোঁর বিচার এবং দেশটির পণ্য বর্জনের দাবিতে নগরীর আমিন বাজার কাউন্দিয়া ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মাওলানা সিদ্দিকুর রহমান ঢাকুবীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা আফজালুল ইসলাম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আবুল কালাম, মুফতি আব্দুর রহীম কাসেমী, মুফতি আব্দুল বারী, মুফতি লুৎফর রহমান, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, মুফতি দেওয়ান মো. সাজ্জাদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মুনির আরমানী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন এবং দেশটির সকল পণ্য বর্জনের জোর সকল মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ম্যাক্রোঁ বাকস্বাধীনতার নামে বিশ্বনবী (সা.) এর অবমাননা করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি ফ্রান্সের সকল পণ্য বর্জনের অনুরোধ জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ-সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুফতি রেজাউল করীম, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা রেদওয়ান আহমদ, মুফতি খাদেসুল ইসলাম শরীফ।

হেফাজতে ইসলাম কামরাঙ্গীরচর জোন : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ফ্রান্স-এর প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুসলিমবিদ্বেষী বক্তব্য ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফরাসি সরকার রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী চরম উত্তেজনা ও বিদ্বেষ ছড়াচ্ছে। ফ্রান্স সরকার প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারাবিশ্বের নবীপ্রেমিক মুসলমানরা ফ্রান্সের পণ্য বর্জন অব্যাহত রাখবে। ভারত সরকার ফ্রান্সের এ ধৃষ্টতা সমর্থন করায় ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান জানান তিনি। গত শুক্রবার বাদ জুমা রাজধানীর লালবাগ-কামরাঙ্গীরচর বেড়িবাঁধে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন ঢাকা এর উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আগামীকাল হেফাজত ইসলাম ঘোষিত ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরীর উদ্যোগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মহানগরী সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলে মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। আরো বক্তব্য রাখেন, মুফতি দ্বীনে আলম হারুনী, নায়েবে আমির মুফতি আব্দুস সাত্তার, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা মাজহারুল হক মামুন, মুফতি ওয়াজিদুজ্জামান, মুফতি ফরহাদ আলম, মাওলানা সিরাজুল ইসলাম, ইহতিশামুল হক সাখী ও আসাদুল্লাহ। মাওলানা মুসা বিন ইযহার বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম উম্মাহর কাছে প্রকাশে ক্ষমা চাইতে হবে। তিনি দেশটির সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

কলরব : জাতীয় সাংস্কৃতিক সংগঠন ’কলরব’ এর উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলরব এর পরিচালক রশিদ আহমদ ফেরদৌস। মহানবীর (সা.) অবমাননার প্রতিবাদে একঝাঁক শিশু-কিশোর শিল্পীর পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, সাইদ আহমদ, বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন ও আবু রায়হান। শিশু শিল্পীরা ইসলামী সংগীতের মাধ্যমে মহানবীর অবমাননার প্রতিবাদ জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশ উত্তরা জোন : শুক্রবার উত্তরায় হেফাজতে ইসলাম বাংলাদেশ উত্তরা জোনের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বিশ্বের প্রতিটি মুসলমান তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে নবী মুহাম্মদ (সা.) কে। তারা তাঁর জন্য জানমাল তাবৎ কিছু বিসর্জন দিতে প্রস্তুত। তাই নবী মুহাম্মদ (সা.)কে নিয়ে কেউ সামান্যতম কট‚ক্তি করবে, তাকে নিয়ে তামাশা করবে বিশ্বের কোটি কোটি মুসলমান এটা আদৌ মেনে নিতে পারে না। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাম্রাজ্যবাদী দেশ ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে রাসুল (সা.) এর যে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে এতে প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গোটা বিশ্বের মুসলমান চরমভবে ব্যথিত এবং মর্মাহত। কিন্তু ইসলাম যেহেতু শান্তির ধর্ম, ধৈর্য ও সহিষ্ণতা শিক্ষাদেয় তাই তারা এখনও ধৈর্য ধারণ করে আছে। কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন পরিস্থিতি ভয়াবহ হবে এবং ফ্রান্সকে চরম মূল্য দিতে হবে। মাওলানা নাজমুল হাসান-এর সভাপতিত্বে এবং মুফতি জহির এর পরিচালনায় বিক্ষোভ-সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মুফতি কেফায়েতুল্লা আযহারী, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরী মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি ওয়াহিদুল আলম, পরে নগরীতে ফ্রান্সের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর ১০ নং জোন : শুক্রবার ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিচার ও দেশটির পণ্য বর্জনের দাবিতে ঢাকা চট্টগ্রাম রোডের সাইনবোর্ড এলাকায় হেফাজতে ইসলাম মহানগরী ১০ নং জোনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি আজহারুল ইসলাম ও মুফতি বশিরুল্লাহ’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুফতি নেয়ামতুল্লাহ, মুফতি জসিম উদ্দিন আল হাবিবী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আবু নাঈম, মুফতি ফয়সাল হাবিবী। মুফতি আজহারুল ইসলাম বলেন, ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে অবিলম্বে মুসলিম উম্মাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি ইসলামবিদ্বেষী ফরাসি দূতাবাস সরিয়ে নেয়ার দাবি জানান।

এছাড়া ঢাকা যাত্রাবাড়ী থানায় আরো একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে যাত্রাবাড়ীতে আরো বক্তব্য রাখেন, থানার সভাপতি মাওলানা ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি শরিফুল্লাহ। বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট : এদিকে, মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে আজ রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শেষে ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে। দলের দপ্তর সচিব মুহাম্মদ আব্দুল হাকিম এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম : ফ্রান্সের প্রেসিডেন্ট মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে উল্লেখ করে হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, এজন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। গত শুক্রবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, ।
মাইজভান্ডার গাউসিয়া হক : ফ্রান্সের ঘটনায় গতকাল এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাইজভান্ডার গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী।

বরিশাল : বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহ এর বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ছাহেবের সভাপতিত্বে বরিশালে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ছারছিনার বড় ছাহেবজাদা হজরত মাওলানা নেসার উদ্দিন আহমদ হোসাইন, ছেছাট ছাহেবজাদা হজরত মাওলানা নেসার উল্লাহ, ছারছিনা আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সরাফত উল্লাহ প্রমুখ।
খুলনা : খুলনা জেলা ইমাম পরিষদের ডাকে অনুষ্ঠিত বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিকুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ইমাম পরিষদ নেতা মাওলানা নাজমুস সউদসহ খুলনা অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা নেতৃবৃন্দ।

সিলেট : বরায়া বাটুলগঞ্জ মাদরাসার হিসাব রক্ষক হাফিজ মাওলানা শরিফ আহমদ শাহান ও মুফতি মামুন মুজাহিদের যৌথ সঞ্চালনায় হেতিমগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইমাম সমিতির : জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবিদ হাসান ও প্রচার সম্পাদক মাওলানা মাছুম আহমদের যৌথ পরিচালনায় ইমাম সমিতির সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আতাউর রহমান।

উলামা মাশায়েখ পরিষদ : উলামা মাশায়েখ পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ ড. মাওলানা এ.এইচ.এম সোলায়মানের পরিচালনায় বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইলে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ইমাম মোয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে একত্ততা প্রকাশ করেন।
গাইবান্ধা : গাইবান্ধায় বিশাল মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন মুফতি ইমাম মো. হার”ন অর রশিদ, মুফতি যুবায়ের আলী, প্রমুখ।কুমিল্লা : হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর শাখা কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল শুর”র আগে বক্তব্য রাখেন- হেফাজত ইসলাম কুমিল্লা মহানগর শাখার নেতা মুফতী সামছুল ইসলাম জিলানী, হাফেজ মাওলানা আমিনউল্যাহ, প্রমুখ।

ফেনী : জেলা হেফাজতের ইসলামের নবনির্বাচিত সভাপতি মাওলানা রসিদ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফার”কের পরিচালনায় ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতের সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন কাসেমী, সহ-সভাপতি মুফতী রহীম উল্লাহ কাসেমী, প্রমুখ।
নাটোর : মুহাদ্দিস মাসউদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় নাটোরে ওলামা-মাশায়েখ ও তাওহীদী জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নীলফামারী : ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ ডোমার উপজেলা শাখার সভাপতি ও ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি মাহামুদ বীন আলমের সভাপতিত্বে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ : জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল মজিদ, নামাগড় মাদরাসার প্রিন্সিপাল আদম আলী, নওগাঁ টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী ।
পটুয়াখালী : বড় জামে মসজিদের খতিব মাওলানা মো, আবু সাঈদ এর নেতৃত্বে পটুয়াখালীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন।
রাঙামাটি : মো. নুরুল ইসলামের সভাপতিত্বে রাঙামাটিতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর মোল্লা।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মাওলানা শরিফুল ইসলাম মাহমুদীর সভাপতিত্বে ও মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সিরাজদিখানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল (নোয়াখালী) : চাটখিলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা খুরশিদ আলম তালহা ও মুফতি মাওলানা আছেম, প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন আড়াইহাজার বাজার মসজিদের খতিব মাওলানা মুফতী অলীউর রহমান আরশাদী।
নাজিরপুর (পিরোজপুর) : পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাজিরপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু মুসা সাহেব, কাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা এনামুল হক প্রমুখ।

দৌলতখান (ভোলা) : দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুর”ল্লাহ সাহেব, প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আনোয়ার”ল্লাহ এর সভাপতিত্বে ও মাওলানা নজর”ল ইসলাম ফয়েজীর পরিচালনায় গত শুক্রবার বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজির আহমেদ।
ইন্দুরকানী (পিরোজপুর ) : বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্বে বক্তব্য রাখেন মাওলানা আলতাফ হোসেন, মাওলানা রেজাউল করিম।

ইসলামপুর (জামালপুর) : ইত্তেফাকুল উলামার সহ সভাপতি মুফতি ওমর ফার”কের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, আশ্রাফুল উলুম মাদরাসার মোহতামীম মাওলানা আব্দুল খালেক, উপজেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আব্দুল হাই।
কচুয়া (চাঁদপুর) : গত শুক্রবার কচুয়া উপজেলার শুয়ারোল দিঘীরপাড় যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর শহরের বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান, মাওলানা ইব্রাহীম, প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বড়মাছুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং বেতমোর আশরাফুল উলুম ফাযিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমানসহ প্রমূখ।

মুরাদনগর (কুমিল্লা) : মাওলানা বেলাল হোসাইনের উপস্থাপনায় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মুফতী আমজাদ হোসাইন, সেক্রেটারি মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ।
পটিয়া (চট্টগ্রাম) : বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শাখার সভাপতি মোরশেদুল আলম খোরশেদ।



 

Show all comments
  • Jakir Hossain ১ নভেম্বর, ২০২০, ১:৩০ এএম says : 0
    মুসলমানদের ঈমানী জজবা যখন শুরু হয়ে যায় তখন এমন কোন শক্তি নেই যে তাদের দাবিয়ে রাখতে পারে। সকলকে মোবরকবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • Hriday Hasan ১ নভেম্বর, ২০২০, ১:৩০ এএম says : 0
    এভাবে প্রতিবাদ চলবে ইনশাল্লাহ
    Total Reply(0) Reply
  • Emran Khondokar ১ নভেম্বর, ২০২০, ১:৩১ এএম says : 0
    যিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। জন্মের পরে হারিয়েছেন মমতাময়ী মা'কে। শৈশবে হারিয়েছেন অভিভাবক দাদাকে। একে একে হারিয়েছেন পিতৃসম প্রিয় চাচা এবং প্রিয় সহধর্মিণীকে। ছেলে সন্তানদের সবাইকে বাল্যকালেই হারিয়েছেন। যিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারেননি। দিনের পর দিন যার চুলায় আগুন জ্বলেনি। খেজুর আর পানি খেয়েই মাসের পর মাস কাটিয়েছেন। ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। যার ঘর ছিল মাটির। বালিশ ছিল খেজুরের ছোবলার। তায়েফের মাঠে প্রস্তরাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েও যিনি দোয়া চেয়েছেন, ‘হে আল্লাহ। এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো’। সারারাত আল্লাহর দরবারে অশ্রু বিসর্জন করে উম্মতের জন্য দোয়া চাইতেন। যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে গিয়ে গোটা জীবন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তিনিই আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনিই ‘রাহমাতুল্লিল আলামীন’ বা ‘সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ’। উনাকে রাসুল হিসেবে না মানেন। সাধারন মানুষ হিসেবে মানলেও আপনি উনার একটা দোষও খুজে পাবেন না। তাইলে কিভাবে উনাকে অপমান করেন।
    Total Reply(0) Reply
  • Md Babu ১ নভেম্বর, ২০২০, ১:৩১ এএম says : 0
    #Boycott_Frence_Products #Boycott_France #We_Love_Muhammad_ #We_Follow_Muhammad_ #We_Are_Ummah_Of_Muhammad #We_Hate_Frence_government #Boycott_French_Products #boycot_france #Love_Prophet_Muhammad #My_Prophet_My_honour #La_ilaha_illallahu_Muhammadur_Rasulullah_
    Total Reply(0) Reply
  • Kazi Mohammad Rezaul Karim ১ নভেম্বর, ২০২০, ১:৩১ এএম says : 0
    সাবাস ঈমানদার মুসলমান
    Total Reply(0) Reply
  • Nusrat Tamanna ১ নভেম্বর, ২০২০, ১:৩১ এএম says : 0
    মাশাআল্লাহ এগি চলো। জয় এক দিন হবে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Jasim Uddin Akon ১ নভেম্বর, ২০২০, ১:৩২ এএম says : 0
    ইসলামের বিজয় এভাবেই এসেছে। কোন বাধা মানেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ