Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঞ্জয়ের সেরে ওঠা নিয়ে ‘সঞ্জু’র আসল কামলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

বলা যায় সঞ্জয় দত্ত’র ‘সঞ্জু’ ফিল্মে তার বাবা আর মায়ের ভূমিকা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল তার বন্ধু কামলির চরিত্রটি। ভিকি কৌশল রূপায়িত চরিত্রটি আসলে সঞ্জয়ের বন্ধু পরেশ গেলানি অনুপ্রাণিত। বন্ধুর ক্যানসার থেকে সেরে ওঠায় সন্তোষ প্রকাশ করেছেন এই কামলি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “নিয়তির সন্তান। তোমার আজীবন যাত্রায় সুস্বাস্থ্য কামনা করছি। পরেশ এ পোস্টের সঙ্গী সঞ্জয়ের নিজের ক্যানসার থেকে সেরে ওঠার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। এতে সঞ্জয় লিখেছেন : “শেষ কয়েক সপ্তাহ আম,আর আর আমার পরিবারের জন্য খুব কঠিন সময় গেছে। তবে যেমন বলা হয় স্রষ্টা তার শক্তিশালী যোদ্ধাকেই জয় দেন। আমার সন্তানের জন্মদিনে আমি জয়ী হয়েছি এবং তাকে আর আমার পরিবারকে আমার সুস্বাস্থ্য উপহার হিসেবে দিয়েছি।” “আপনাদের সমর্থন না থাকলে তা সম্ভব হত না। পাশে থাকার জন্য আমি আমার পরিবার, বন্ধু, এবং সব ভক্তদের কাছে চিরকৃতজ্ঞ, আপনারাই আমাকে শক্তি যুগিয়েছেন। ভালবাসা, দয়া আর আশীর্বাদের জন্য আপনাদের ধন্যবাদ।” “আমি বিশেষ করে ডা. সেভন্তি আর তার চিকিৎসক সহকর্মী, নার্স আর কোকিলাবেন হাসপাতালের মেডিক্যাল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানাই, গত কয়েক সপ্তাহ তারা আমার অশেষ যত্ন নিয়েছেন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঞ্জয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ