প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই বছর সঞ্জয় দত্ত অভিনীত বেশ কয়েকটি ফিল্ম মুক্তি পাবে তবে অন্যদের মত অভিনেতাটিও সম্ভবত ‘সড়ক’ টু’র অপেক্ষায় আছেন। প্রায় দুই দশক পর মহেশ ভাট পরিচালনায় ফিরছেন এই চলচ্চিত্রটি দিয়ে। জানা যায় শুধু সঞ্জয়ের পিড়াপিড়িতেই তিনি পরিচালনায় ফিরতে রাজি হয়েছিলেন। সঞ্জয় ১৯৮৬’র ‘নাম’ ফিল্মে প্রথম মহেশের পরিচালনায় অভিনয় করেছিলেন। সেই থেকে তাদের সম্পর্ক খুব ভাল। একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে অভিনেতা জানিয়েছেন তারা ‘সড়ক টু’র কাজ শেষ করে এনেছেন। তিনি আরও জানিয়েছেন মহেশ সেই আগের মতই গভীর আগ্রহ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। তবে সময়ের সঙ্গে ফিল্মটির আবহ মেলাবার জন্য তিনি যা করার প্রয়োজন তার সবই করেছেন। তার মতে তরুণ শিল্পীদের দিয়ে কাজ করিয়ে নেয়ার ব্যাপারে তার দক্ষতা অসাধারণ। ‘সড়ক টু’ সঞ্জয় এবং পূজা ভাট অভিনীত ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত মহেশ ভাট পরিচালিত ‘সড়ক’-এর সিকুয়েল। এতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, আলিয়া ভাট, যীশু সেনগুপ্ত, গুলশান গ্রোভার এবং পূজা ভাট। সঞ্জয় জানা প্রথমে তিনি পূজার সঙ্গী ফিল্মটির ব্যাপারে কথা বলেছিলেন। এরপর কাহিনী লিখেন মহেশ এবং প্রযোজকদের তিনি জানান শুধু মহেশ পরিচালনা করলেই তিনি সিকুয়েলে অভিনয় করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।