প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘তোরবাজ’ ছবিটি প্রায় আড়াই বছর সময় লেগেছিল তৈরি হতে। অবশেষে এই ছবিটি মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
ছবির প্রযোজক রাহুল মিত্র বলেছেন, যদিও এই সময় ছবি মুক্তির কথা চিন্তা করাটাই দুঃসাহসিকতার পরিচয়। কারণ করোনা ভাইরাস এমনভাবেই গোটা বিষয়টাকে ওলটপালট করে দিয়েছে।
তবে অক্টোবর মাসেই ছবিটি মুক্তি পাবে বলে কথা দিয়েছেন প্রযোজক। এটি একটি অ্যাকশনধর্মী ছবি। যার প্রেক্ষাপট আফগানিস্তান। সঞ্জয় ছাড়াও এই ছবিতে রয়েছেন নার্গিস ফাকরি। ছবিটি পরিচালনা করেছেন গিরীশ মালিক।
পরিচালকের কথায়, ‘ছবির ভিস্যুয়াল এফেক্টের কাজ করতে গিয়েই এতটা সময় লেগেছে।’ কাবুল শহরটাকে পুরোপুরি স্পেশাল এফেক্টের মাধ্যমে ছবিতে দেখানো হয়েছে বলে জানা গিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।