প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আরও আগেই শোনা গিয়েছিল, এবার সেই শোনা খবরটিই সত্যি হলো। কিছু দিন আগে শোনা গিয়েছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ‘কেজিএফ টু’ সিনেমায় আধীরা চরিত্রে অভিনয় করেছেন। সেই খবরের সত্যতা প্রকাশ হলো সিনেমাটির ফাস্ট লুক প্রকাশের মাধ্যমে।
আজ সোমবার (২৯ জুলাই) সঞ্জয় দত্তের জন্মদিন। অভিনেতা ৬০ বছরে পা দিলেন। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে কেজিএফ-টু সিনেমায় সঞ্জয়ের লুক প্রকাশ করেছেন নির্মাতা ফারহান আখতার। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিবেশন করছে তার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
ফাস্ট লুক প্রকাশ করে ফারহান লিখেছেন, ‘আমার মনে আছে, ছোটবেলায় তার রকি সিনেমার শুটিং করতে দেখেছিলাম। এর অনেক পর অবশেষে আমরা বিশেষ কিছুতে একসঙ্গে কাজ করতে চলেছি। কেজিএফ-চ্যাপটার টুতে আধীরা লুকে আপনাদের সামনে সঞ্জয় দত্ত। পাশাপাশি তাকে জন্মদিনের শুভেচ্ছা।’
এর আগে সঞ্জয়ের অভিনয় প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছিলেন, ‘তিনি কেজিএফ: চ্যাপটার ওয়ান সিনেমাটিতে অভিনয় করেননি কারণ এটি একটি আঞ্চলিক সিনেমা। আর এর নায়ক যশ কর্নাটকের বাইরে খুব বেশি পরিচিত না। এখন চ্যাপটার ওয়ান ব্লকবাস্টার হওয়ার পর যশ পুরো দেশজুড়ে পরিচিত। অন্যদিকে কেজিএফ ফ্র্যাঞ্চাইজিও সঞ্জয়ের কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে।’
অভিনেতা যশ বলেছিলেন, ‘আমরা তাকে কেজিএফ: চ্যাপটার ওয়ান সিনেমার জন্য প্রস্তাব দিয়েছিলাম। সম্ভবত শিডিউল ছিল না, এজন্য তিনি তা গ্রহণ করেননি। কিন্তু হ্যাঁ, আমরা তাকে কেজিএফ টু সিনেমার জন্যও প্রস্তাব দিয়েছি।’
গত বছর ২১ ডিসেম্বর মুক্তি পায় কেজিএফ-চ্যাপটার ওয়ান। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে সিনেমাটি। পাশাপাশি বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।