Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কল্যাণপুরের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২০, ৯:৪১ এএম

রাজধানী কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তারা হলেন- আনোয়ার হোসনের (২১) ও আক্তার হোসেন (১৯)। এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লাগে। আগুনের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। এক ঘণ্টারও বেশি সময় কাজ করে রাত ১১টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।



 

Show all comments
  • মমতাজ আহমেদ ৩১ অক্টোবর, ২০২০, ১১:২৫ এএম says : 0
    আল্লাহ তুমি তাদের হেফাজত করো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ