Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল শুরু শনিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ৭:২০ পিএম

ওরিয়েন্ট ব্রেডের পৃষ্ঠপোষকতায় চার দলের অংশগ্রহণে নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ)। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এ আসরে খেলবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও টিম হ্যান্ডবল ঢাকা। জাতীয় হ্যান্ডবলের চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ টুর্নামেন্টে খেলছে না। মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই ছোট পরিসরে এ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন,‘

করোনার কারণে আমরা নির্দিষ্ট কিছু দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিজিবিকেও বলেছিলাম কিন্তু তারা খেলবে না বলে জানিয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে কয়েকটি দল নিয়ে এই টুর্নামেন্ট করতে হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এই টুর্নামেন্টের খেলা চালাবো আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ