বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সা.) ব্যাঙ্গ চিত্র প্রদর্শণের প্রতিবাদে চাঁদপুর জেলা কওমি সংগঠনের অয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের শপথ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে চাঁদপুর জেলা কওমি সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুফতী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুব সংগঠনের পরিচালক মুফতি নুরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন কওমি সংগঠনের সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সহ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা এস এম আনোয়ারুল করিম, কওমি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, বিশিষ্ট আলেমে দ্বীন মোহাম্মদ উল্লাহ, যুব সংগঠনের সাধারন সম্পাদক হাফেজ কারি আব্দুল রশিদ, সাংগঠনিক মুফতী অাশেক এলাহী।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান উয়েল মেক্রোর কুশপুত্তলিকা পুড়ানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, মুক্ত স্বাধীনতার নামে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছেন তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ফ্রান্স সরকার রাসু্লকে অপমান করে প্রমান করেছে তারা অসভ্য একটি সম্প্রদায়। রাসুলের অবমাননা কখনো সহ্য করবো না, দরকার হলে জান দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করেনি। আমাদের দাবী রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের পণ্য ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।